স্বপ্রেম
পকেটে কাঠবেলী গুঁজে ঘুরি,
পারফিউমের অনেক দাম;
কোথায় গেলে পাবো আরাম,
বিজন এই অরণ্য খুঁড়ি;
ছুঁতে চাই একটা গোলাপ কুঁড়ি,
হাত বাড়াতেই চক্ষু জখম-
বিষ হয়ে যায় ধরাধাম;
আহ! একি যাতনায় মরি।
.
হাত বাড়াই আকাশের দিকে,
এক রাশ নীল নেবো;
দিন হয়ে গেছে ফিকে,
আঁধারে কেঁদে দেবো;
অঘটন: নিজের ছবি এঁকে
পৃথিবী চমকে দেবো;
বাকিটুকু পড়ুন