প্রিয়তা বলতে পারো, বসন্ত কেন আসে, ফাল্গুনের শুরুতেই কেন শিমুল ফুল ফোঁটে?
তোমার দু'চোখে প্রেম দেখে মিথ্যে স্বপ্নে মেতেছিলাম,
হৃদয়ের ভুল ছিলো;
তোমার হাত ছোঁব বলে এসেছি শত বছরের ব্রহ্মচর্চা ত্যাগ করে,
দু'চোখে অশ্রুস্রোত বয় শ্রাবণ ধারায়;
তোমার হাত মেহেদী রাঙানো;
আর ভাববো না তোমায়
দেখলে অন্ধ হয়ে থাকবো,
স্বপ্নদের মায়রে বাপ.... কুঁড়ে ঘরে আসে কেন,
ফাজলামো করতে;
এ-প্রথম এ-শেষ হবে না আর সাক্ষাত এ-জনমে;
ভালো থেকো
প্রিয়তা.....
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৬ ভোর ৫:০০