এই সংগ্রাম কিসের সংগ্রাম ............
...যুদ্ধাপরাধীদের বাচানোর সংগ্রাম ?
...জঙ্গিবাদ ফিরিয়ে আনার সংগ্রাম ?
...দেশের বিদ্যুত প্রকল্পের টাকা চুরির সংগ্রাম ?
...তারেক কোকো আর হাওয়া ভবন ফিরিয়ে আনার সংগ্রাম ?
...দেশকে পরপর পাচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করার সংগ্রাম?
...দেশে খাদ্য ঘাটতি তৈরী করে ভারত থেকে আমদানির সংগ্রাম?
...ম্যাডামের ক্যান্টনমেনটের বাড়ি ফিরে পাওয়ার সংগ্রাম ?
কারণ গত পৌনে পাচ বছরে জনগনের কোনো মৌলিক সার্থে ম্যাডাম কোনো আন্দোলন করেছে বলেতো মনে পড়েনা !
আরেকটা কতা জানবার মুনচায় ...বিলেতে তারেক রহমান প্রতি মাসের খরচ নাকি বাসা ভাড়াসহ ৪২ লক্ষ টাকা . এত্তো টাহা উনি কই পায় ? ঐখানে কোনো কাজকামতো নাকি করেনা !
কুপি ।
