নেটে ঘাটাঘাটি করেছি এবং একটি উত্তরাধিকার আইন বই পড়ে দেখেছি। ক্লিয়ার হতে পারিনি। নিম্নের প্রশ্নগুলোর জরুরী সমাধান দরকার।
(১) জমি ৭ কাঠা=(৭*১.৫)=১০.৫ শতক, মুসলিম
ভাই ১ জন, বোন ৩জন, মা জীবিত, দাদা মৃত
পিতার অবর্তমানে হিস্যা বন্টন কি পরিমাণে এবং কিভাবে হবে?
(২) জমি ৩ কাঠা=(৩*১.৫)=৪.৫ শতক, মুসলিম
ভাই ৩ জন, বোন ১জন, মা জীবিত, দাদা মৃত থাকলে/জীবিত থাকলে দুটোই
পিতার অবর্তমানে হিস্যা বন্টন কি পরিমাণে এবং কিভাবে হবে?
(৩) মুসলিম পিতা/মাতা চাইলে কি যে কোন পরিমাণে যে কাউকে সম্পত্তি হেবা করে যেতে পারে?
(৪) মূল মুসলিম উত্তরাধিকার ১২ জনের মধ্যে পুত্র নেই। বলা আছে এদের ভাগ দেয়ার পর পুত্র আসাবা হিসাবে অবশিষ্টাংশের ভাগ পাবে। এটাও মাথায় ঢুকছে না। প্যাঁচ লাগছে। যাদের বাস্তব অভিজ্ঞতা আছে দয়া করে একটু সাহায্য করেন ভাই। এইগুলোর উত্তর পেলে অনেকগুলো সমস্যা সমাধান করা যাবে মনে হয়।