এই ফেস্টে বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয় এবং কলেজের প্রতিযোগীরা অংশগ্রহন করতে পারবে। মোট ৮ টি ইভেন্ট থাকছে এই ফেস্টে-
১. প্রোগ্রামিং প্রতিযোগিতা
২.IT Business Idea Challenge
৩. সাধারন জ্ঞান প্রতিযোগিতা
৪. প্রোজেক্ট সোকেসিং (সফটওয়্যার/হার্ডওয়্যার)
৫. ICT অলিম্পিয়াড
৬. ফিফা ২০১৩
৭. কাউন্টার স্ট্রাইক সোর্স
৮.NFS Most Wanted
ভেন্যুঃ IUT ক্যাম্পাস
বোর্ডবাজার, গাজীপুর
* ঢাকা থেকে IUT এর তত্বাবধানে সরাসরি বাসের ব্যবস্থা রয়েছে।
ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফেস্ট নিয়ে ব্যাপক সাড়া পাওয়া গেছে। অনলাইনে রেজিস্ট্রেশন চলছে
রেজিস্ট্রেশন করতে আপনাকে যেতে হবে http://www.iutoic-dhaka.edu/ictfest সাইটে। এছাড়া সাইটে ফেস্ট সম্পর্কে সমস্ত তথ্য পাওয়া যাবে।
রেজিস্ট্রেশনের সময়সীমাঃ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
এছাড়া আপনার কোনো জিজ্ঞাসা থাকলে তা ফেসবুক ইভেন্ট পেজে লিখতে পারেন অথবা আমাদের মেইল করুন iutcs@iut-dhaka.edu এই ঠিকানায়।
আপনার অংশগ্রহণ আমাদের একান্ত কাম্য।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩২