একটা সময় ছিলো যখন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের খুব একটা পদচারণা ছিলো না । আমাদের দলে কালেভদ্রে দুই একটা ম্যাচ খেলতো । আমরা যারা দর্শক ছিলাম তারাও তখন গো-হারা দেখতে দেখতে অভ্যস্থ ছিলাম । নিজের দেশের ক্রিকেট দলকে সমর্থন দিলেও মনের খোরাক মেটানোর জন্য আমাদের অনেকেই ভারত-পাকিস্তান অথবা শ্রীলংকা ইত্যাদি দলকে সমর্থন দিতাম । মাঠে কিংবা মাঠের বাইরে এই দলগুলোর জন্য চিৎকার করতাম,অন্য দলের সমর্থকদের সাথে তর্কে মেতে উঠতাম । অন্য কোনো বিষয় বিবেচনায় না নিয়ে শুধুমাত্র ক্রিকেটীয় বিষয় বিবেচনা করলে তখন পর্যন্ত আমরা সঠিক পথেই ছিলাম ।
কিন্তু আজ বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি ঘটেছে,আন্তর্জাতিক পরিমন্ডলে নিয়মিত পদচারণা বেড়েছে । পারফর্মেন্সের দিক থেকেও আমাদের টাইগার বাহিনী কোনো অংশে পিছিয়ে নেই । ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মধ্যে আমরা এখন বেশ সমীহ জাগানিয়া দল । হয়তো আমাদের প্রত্যাশামাফিক ফল সবসময় আসছে না তবুও আমাদের পদচারণা সামনের দিকেই ধাববান । এতকিছুর পরেও আজ যখন আমাকে দেখতে হয় আমারই এক বাংলাদেশী ভাই কিংবা বোন,মাঠে ভারত-পাকিস্তানের খেলা দেখতে গিয়ে ভারত-পাকিস্তানের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে উদার সমর্থন জানাচ্ছেন তখন খুব খারাপ লাগে,লজ্জা লাগে ।
আমরা এই দলগুলোর খেলা দেখতে অবশ্যই মাঠে যাবো,কিন্তু শত খারাপ খেললেও আমাদের সমর্থনটা অবশ্যই থাকবে আমাদের টাইগার বাহিনীর প্রতি । আমরা মুশফিকের সেঞ্চুরীর পর গলা ফাটাবো,গাজীর হ্যাট্রিকের পর চিৎকার করবো । আমার গায়ে থাকবে আমার দেশের পতাকা,প্রিয় লালসবুজ।
আসুন আমরা ভারত পাকিস্তানকে নগ্ন সমর্থন দেয়া বন্ধ করি । নিজের দেশকে,নিজের প্রিয় টাইগার বাহিনীকে ভালোবাসি । কারণ “আমরাই বাংলাদেশ” ।