আমার ভালোবাসার সবটুকুই সুন্দর নয়।
আনন্দের আতিশায্যে, বাতুলতার বাহুল্যে
পর্যুদস্ত কখনো কখনো। আবার
পূণ্য প্রেমে ডুবেও
অপরিমেয় হতাশায় পুড়েছি বহুবার।
ভাস্করের আবক্ষ মূর্তির মত পরিপূর্ণ
কিছু খুঁজতে যাওয়া এখানে বোকামি।
আমি তোমাদের মত হতে গিয়েও হতে পারিনি,
কেননা দাবী করতে পারিনি,
যা আমি বলছি, তার সবটুকু নিরঙ্কুশ সত্য।
আত্মপ্রতিকৃতি আঁকতে গিয়ে
নিজেকে নিজের চেয়ে সুন্দর করে
আঁকার চেষ্টা করেছি বারবার।
অদক্ষতায়, আর অনভ্যাসে
তার কতটুকু কী হয়েছে
তা নিজের কাছেই শংসয়পূর্ণ।
শুধু এটুকু বলতে পারি,
আমার ভালোবাসার ভঙ্গিমা
বা আমার আমিত্ব,
পুরোটাই আমার নিজস্ব নয়।
তোমাদের মত ভালোবাসতে গিয়েও
তবু আমি নিজের মত করেই
ভালোবেসে ফেলেছি প্রতিটিবার।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৩