মাঝে মাঝে মিথ্যে সুখের হয়,
মাঝে সাঝে সত্যে লাগে ভয়।
মাঝে মাঝে মিথ্যে ডুবে যাই,
মাঝে সাঝে সত্যে মুখ লুকাই।
মাঝে মাঝে সত্যে যা যা দেখি,
আজে বাজে মিথ্যে দিয়ে ঢাকি।
মাঝে মাঝে চোখের কোণে জল,
রোদে নাচে শুকিয়ে নিস্ফল।
মাঝে মাঝেই অনেক পরে বুঝি,
কাজে কাজেই সব হারিয়ে খুঁজি।
প্রাতে সাঁঝে মিথ্যের বেসাতি,
তারি মাঝে স্বপ্ন নিয়ে মাতি।
তুমি-আমি বড়ই একাকী
তুমি-আমি তবু বেঁচে থাকি
তুমি-আমি মরে বেঁচে থাকি