
আর মাত্র কয়েকটা দিন বাকী আছে। এই কয়েক দিনেই আমাদের যা করার করতে হবে। তাই আসুন আমরা সবাই কক্সবাজার ও সুন্দরবনকে ভোট দিই।
যেভাবে ভোট দিবেন-
প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের জন্য একটি এ-মেইল থাকতে হবে। একটি ই-মেইল ঠিকানা থেকে মাত্র একবারই ভোট দেয়া যাবে। নির্বাচন প্রক্রিয়ার শুরু থেকে এখন পর্যন্ত ভোট দেয়ার নিয়ম মাঝে মধ্যে বদলে গেছে। যেমন এখন শুধু ই-মেইল ঠিকানা থাকলেই চলবে না, যিনি ভোট দেবেন তাকে নিবন্ধিত হতে হবে নিউ সেভেন ওয়ান্ডার্সের আনুষ্ঠানিক ওয়েবসাইটে। নিবন্ধনের সময় নাম, জন্ম তারিখসহ ব্যক্তিগত কিছু তথ্য দিতে হবে। এরকম বেশকিছু নিয়ম এখানে যুক্ত হয়েছে।
ভোট দেয়ার জন্য প্রথমেই New7Wonders Nature এই সাইটে যেতে হবে। এ সাইটের মাঝামাঝি জায়গায় You have one voice, and you have seven choice লেখার নীচে কমলা রঙে লেখা Vote now- এ ক্লিক করলে শুরু হবে ভোট দেয়ার প্রক্রিয়া। Vote now- এ ক্লিক করার পর ভোট দেয়ার একটি ফরম আসবে। ফরমের ওপরে প্রথমেই নিবন্ধনের কাজটি সেরে নিন। এ কাজটি ভোট দেয়ার শেষেও করা যায়। তবে শুরুতে করাই ভালো। কেননা এটি আবশ্যক। এই পৃষ্ঠায় Members লেখার নীচে কমলা রঙে লেখা Are not yet a New7Wonders member? Join now!-এ মাউস দিয়ে ক্লিক করুন। এবার নিবন্ধনের পৃষ্ঠাটি আসবে মনিটরের পর্দায় । First name, Last name, Gender, Date of birth, Country লেখার পাশে যে খালি ঘরগুলো আছে সেগুলো পূরণ করতে হবে ইংরেজীতে। যেমন First name এর পাশে নামের প্রথম অংশ লিখতে হবে। এসব ঘর পূরণ করার পর E-mail address লেখা ঘরে নিজের ই-মেইল ঠিকানা দিয়ে দিতে হবে। এর ঠিক নিচেই Confirm your E-mail address লেখা ঘরে আবারও ই-মেইল ঠিকানা লিখে দিতে হবে। এর ঠিক নিচেই সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশনের শর্তগুলো মেনে নেওয়ার জন্য ইতিবাচক সাড়া দিতে হবে। এ জন্য I agree to... এর পাশের ছোট্ট ঘরটিতে মাউস ক্লিক করে ঠিক চিহ্ন বসিয়ে দিন। নিবন্ধনের কাজটুকু শেষ হলে পৃষ্ঠার নিচের দিকে যান। এখানে সাতটি ঘর রয়েছে, Vote1, Vote 2 এভাবে। সাতটি ঘরে আলাদা আলাদা সাতটি পছন্দের প্রাকৃতিক স্থানকে ভোট দিতে হবে। সবগুলো ভোট না দিলে ভোট বাতিল হয়ে যাবে। ভোট দেওয়ার জন্য Vote1 এর পাশের ঘরে প্রথমে অঞ্চল ঠিক করতে হবে। কক্সবাজারকে ভোট দিতে এখানে Asia বেছে নিন। এশিয়া বেছে নেওয়ার পরই নিচে একটা বক্স আসবে। এতে Select your candidate লেখার পাশে তীর চিহ্নে ক্লিক করলেই মনোনয়নগুলোর নাম আসবে। সে তালিকা থেকে Cox's Bazar Beach (Bangladesh) বেছে নিন। এবার আসুন Vote 2-এ। একইভাবে Asia বেছে নিন। নিচের ঘরটি এলেই তালিকা থেকে Sundarbans Forest (Bangladesh/India) বেছে নিন। এভাবে সাতটি ভোটই দিতে হবে। যেহেতু নির্বাচন, প্রতিটি স্থানই প্রত্যেকের প্রতিদ্বন্দ্বী, তাই ৩ থেকে ৭ পর্যন্ত ভোট দেয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে তালিকার নীচে থাকা স্থানগুলোকেই ভোট দেয়া ভালো। সাতটি ভোট দেয়া হলে নীচের Submit ঘরে ক্লিক করতে হবে। এরপর ভোট দেয়ার জন্য ধন্যবাদ জানিয়ে একটি বার্তা আসবে। ভোট দেয়ার পর আপনার ই-মেইল ঠিকানায় একটি মেইল আসবে। সেটি খুলে নির্দিষ্ট জায়গায় ক্লিক করার পরই আপনার ভোট গ্রহণ করা হবে।
চলুন ভোট দিয়ে যাই-
প্রথম পর্বে অর্থাৎ ২০০৭ সালৈর ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা ভোট দিয়েছেন তারা তাদের আগের সেই ই-মেইল ঠিকানা ব্যবহার করে আবার একই ভোট দিতে পারবেন। ফলে যারা ভোট দিয়েছেন তারা আবার ভোট দিন। এগিয়ে নিয়ে যান কক্সবাজার ও সুন্দরবনকে। আর যারা প্রথমবারের মতো ভোট দেবেন, তারা তো দিতে পারবেনই; তবে এই নির্দিষ্ট ওয়েবসাইট থেকেই ভোট দিতে হবে। অন্য কোনো সাইটের মাধ্যমে ভোট দেয়া যাবে না। ৭ জুলাই পর্যন্ত যত বেশী ভোট পড়বে কক্সবাজার ও সুন্দরবনের পক্ষে, তত বাংলাদেশের সম্ভাবনা বাড়বে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হওয়ার।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১২:০২