টিকি দাড়ি টুপি
তসবীহ জপমালা আর হলিক্রসে
শৃঙ্খলিত আছেন ঈশ্বর
বহু কাল ধরে
মসজিদে মন্দিরে
আর গির্জার নিপুণ কারাগারে ।
এই সব কারাগার থেকে
ঈশ্বর কখনো মুক্তি চেয়েছেন কিনা
কেউ কি তা জানে ?
আমিও কি জানি ?
মনে হয় বহু দিন
ঈশ্বর মুক্তির আনন্দের খোঁজে
দিশেহারা
তবু আনন্দ মিলেছে কি তাঁর ?
হয়তো এখন ভাবেন বসে
মানুষ সৃষ্টিই তার
মস্ত বড় ভুল ।
এই মানুষেরা
কখনো মুক্তি দেবেনা তাকে ।
আবার কখনো কেউ কেউ
অবজ্ঞায় বলে উঠে -
কে ঈশ্বর ?
কোথায় ঈশ্বর ?
ঈশ্বর বলে কেউ নেই ।
কেউ কেউ গালি দেয়
কেউ কেউ ছুঁড়ে মারে ঢিল ।
এই সব দেখে শুনে
ঈশ্বর এখন
বিষণ্ণ ভীষণ ।
কখনো কখনো হয়তো বিনাশের
বিপুল বাসনা জাগে
সৃষ্টির নেশায় ভুলে যান সব ।
নাহলে কবেই থেমে যেতো
পৃথিবীর সব কলরব ।
( গ্রন্থ – আমি কোনো কবিতা লিখি না)
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৬ সকাল ১০:২০