
২৯ সেপ্টেম্বর রাতের ঘটনার পর থেকে সমস্ত নিউজ, রিপোর্ট, ডাটা, উপাত্ত ধারাবাহিক ভাবে পর্যালোচনা, পর্যবেক্ষন করে দেখা যায় কক্সবাজার জেলার রামু, টেকনাফ, পুটিয়া সহ অন্তত আট দশটি স্পটে বৌদ্ধ মন্দিরের উপর হামলার ৯৫% ছিল স্বতস্ফুর্ত ও ৫% পরিকল্পিত।তাছাড়া সেপ্টেম্বরের শুরুতে ইউটিউবে ইন্নোসেন্স অব মুসলিম ট্রেলরের প্রতিবাদে কক্সবাজার তুলনামূলক বেশি উত্তপ্ত ছিল যা এই ৫% পরিকল্পনা সফল হতে সহোযগিতা করেছে।স্বতস্ফুর্ত এই জন্য বলছি যে, ঘটনাটির সরেজমিন, নিউজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষনে দেখা যায় হামলাটিতে সরকারী দল, বিরোধীদল, জামাত, প্রশাসন, পুলিশ, নির্বাচিত প্রতিনিধি, রোহিঙ্গা সহ সকলেই সক্রিয় ভাবে ঘটনা প্রবাহে অংশগ্রহন করেছেন।
তবে এখানে সবচেয়ে লক্ষ্যনীয় যে বিষয়টি ছিল তা হলো, ফেইসবুকে ছবি, ২৯ তারিখ থেকে কক্স বাজারের সাধারন, দলীয়, প্রশাসন সহ সকল স্তরের মুসলমানের মুখে একটা রটনাই ছিল, উত্তম/বড়ুয়া এটা করলো কি, ফেইসবুকে কুরআনের এই ছবি দিল, কাবার এমন ছবি দিল, ইসলামের এত বড় অপমান করলো বৌদ্ধরা !!!! সবাই মনের ভেতর ছবিটি কেমন হতে পারে তার একটা ধারনা করছিল, এর মধ্যে কেউ কেউ উত্তমের ফেইসবুকের প্রোফালের প্রীন্ট ও ফটোকপি দেখে অন্যকে ধারনা নিতে সাহায্য করছিল।জেলা উপজেলার সরকারী অফিস পাড়ায়ও অফিসার থেকে সহকারী এমএলএসএস পর্যন্ত আলোচনা চলেছে তমুল, এই ফেইসবুক আর ছবি নিয়ে।ফেইসবুকে ইসলামের এত অপমানকর ছবি দিল সারা বিশ্বের সামনে !!! তরুন ছেলেদের মনে ফেইসবুক আর ছবি নিয়ে চলেছে হাজার উত্তেজনার আরও হাজার কল্পনা।

সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৫৬