কোরবানি ও যাকাত-ফিতরা যে ভিক্ষাবৃত্তিকে উতসাহ দেয়, তাতে সন্দেহের অবকাশ নেই। তবে আমি এখন অব্ধি এই প্রথার সমর্থক। তবে খানিকটা মোডিফিকেশন নেসেসারি। এর যথেষ্ট কারণও রয়েছে।
রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহর লেখা কোন একটা কবিতায় পড়েছিলাম '৮০ যোগ ৫ নাকি ১৫' এমন কিছু লেখা৷ এখানে ৮০ যোগ ৫ অর্থাৎ ৮৫% মানুষ অর্থনৈতিকভাবে অসচ্ছল। বাকি ১৫℅ সচ্ছল। এবার আমি কার হয়ে কথা বলবো! সে ভিন্ন প্রসঙ্গ। টু দ্য পয়েন্ট-এ আসা যাক। ৮৫℅ পরিবারের মধ্যে অন্তত ৩০% পরিবার এমনও রয়েছে যে যারা এক কোরবানির ইদ ছাড়া আর গোরুর মাংস খেতে পায়না। তাদের মাসে অন্তত কয়েক বেলা উপোস থাকতে লাগে। ভাবছেন গুল ছাড়ছি কিনা? প্রথম আলোর রিপোর্ট, ৬ কোটি জনগণ এখনো রাষ্ট্রে এক্সিস্ট করে যারা চার দিন কাজ না করলে সঞ্চয় শেষ হয়ে যায়। তাদের জন্য সুশীলদের বক্তব্য কী? সে তারাই জানে। তবে আমার বক্তব্য বলি। যখন আমি আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় বসবাস করছি; আমি ট্যাক্স দিচ্ছি; তখন আমার মৌলিক অধিকারগুলো- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার নিশ্চয়তা দিবে রাষ্ট্র।সে রাষ্ট্র সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক, সোশ্যাল-ডেমোক্রেট বা পিপলস রিপাবলিক যাই হোক, জনগণের এই অধিকারের নিশ্চয়তা দিতে রাষ্ট্র বাধ্য। সেখানে কেও যদি জাকাত আদায় করতে চায়, তো টাকা দিবে রাষ্ট্রের রিজার্ভ ব্যাংকে। কোরবানির মাংস যাবে রাষ্ট্রের ফুড ডিস্ট্রিবিউটর কর্পোরেশনের আছে। সমাজতান্ত্রিক রাষ্ট্রে যেমনটা হয়।
কিন্তু আক্ষেপের বিষয় অন্য জায়গায়। যে রাষ্ট্রে থাকছি, সে রাষ্ট্রে হেড অফ দ্য গভার্নমেন্ট বুঝে না র্যাশন আর স্যালভেশনের পার্থক্য। তার বক্তব্য থাকে, "ত্রাণ নিতে কেউ লজ্জা পাবেন না।" এই রাষ্ট্রে পর্দার দাম কোটি উঠে, খাটের নিচে তেলের খনি পাওয়া যায়, টাকার খনি পাওয়া যায়, বাজেট নামের শুভঙ্করের ফাকি চলে, ৬.১৫ কি.মি. দৈর্ঘ্যের সেতুর বাজেট হাংজু বে ব্রিজের (যার দৈর্ঘ্য ৩৩ কি.মি.) চাইতে বেশি, রিজার্ভের শত শত কোটি টাকা সুইফটকে কাজে লাগিয়ে লুট হয়ে যায়... সেই রাষ্ট্রে যাকাত আর কোরবানি নিয়ে বলা মানে সদ্য ঘুমানো কুম্ভকর্ণের ঘুম ভাঙানো।
আরেক দল নাস্তিক সুশীলদের কথা না বললেই নয়। যারা সারা বছর গোরু, শুকর, হাস, মুরগি ইত্যাদি সব খেলেও কোরবানির আগে তাদের পশু প্রেম ও ভিগানিজমের নেকা কান্না বেড়ে যায়। এদেরকে নটি হিপোক্রিট বলাই যায়। আমরা যে খাদ্য শৃঙ্খলেরই অংশ তা তাদের মগজেই আসবে না কোরবানির সময়। এবার শেয়াল যদি মুরগি খায় তাকি শেয়ালের পাপ? প্রতিদিন কতো শুয়োর মারা হয় জানেনতো? স্পেনের পশু মারা উৎসবের বেলায় আপনারা কী করেন? জাস্ট নট ইন মাই নেম অথবা অনলি ইন মাই নেম, ইশ্বর যাই বলুক, গোরু বা শুয়োর যাই কোরবানি হোক, তার যেন ঠিকঠাক বন্টণ হয় রাষ্ট্রের হাতেই, তাই চাই। আপাতত বিদায়। ভালো থাকবেন।
[বন্ধুমহলের কারোর অজানা নয় যে আমি নাস্তিক। তাই ধর্মের ম্যাও প্যাও জ্ঞান দিবেন না। গঠনমূলক কিছু হলে(ধর্মের বাণী হলেও) বলতে পারেন।]