আমার ৩ বছরের ছেলে রাদিল, গাড়ি পছন্দ অসম্ভব রকমের। অধিকংশ ছেলে বাচ্চায় সম্ভবত গাড়ি পছন্দ করে, কিন্তু আমারটার মনে হয় একটু বেশী। তার গাড়ির যন্ত্রনায় আমরা মুটামুটি অতিষ্ট,

কোন দোকানে যেয়ে শান্তি নেই প্রতিবারই তাকে কোন না কোন গাড়ি কিনে দিতে হবে, বাসায় তার গাড়ির যন্ত্রনায় পা ফেলার উপায় নেই, বিছানায় শুতে গেলে পিঠের নিচে তার গাড়ি

; আর তার হাতে সব সময় কোন না কোন গাড়িতো আছেই। প্রতিরাতে তাকে গাড়ির গল্প না বললে ঘুমাবে না, সে কোন গল্প করতে গেলেই দুই-তিন কথার পরে গাড়িকে টেনে আনবে। গাড়ির প্রতি তার বিশাল মমতা, কখনও গাড়ি ভাঙ্গে না, এমন কি টিভিতে গাড়ি এক্সিডেন্টের কোন ভিডিও দেখলে সে চিত্কার দিয়ে কান্না শুরু করে। আমরাও তাকে এটা নিয়ে বাধা দিইনা, বরং সাধ্যমত তাল দিয়ে যাই; সারা জীবন নিশ্চয় এমন থাকবে না! কিন্তু এ মোহ কমার কোন লক্ষন দেখছি না, বরং ইদানিং আর এক ধাপ উন্নতি হয়েছে, বাইরের গাড়িতে তার আর মন ভরছে না, সে নিজেকেই এখন গাড়ি ভাবতে শুরু করেছে

। কখনও এম্বুলেন্স হয়ে প্যাঁ পুঁ করে অসুস্থ মানুষ নিয়ে যাচ্ছে, কখনও পুলিশ-কার হয়ে আমাদের ধরে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে, আবার কখনও ফায়ার-ইঞ্জিন হয়ে পানি (হিসু) ছিটাচ্ছে

। কিছুক্ষন পর পর এসে বলবে, “বাবা একটু তেল দাওতো, গাড়ির তেল শেষ হয়ে গেছে”, আমি পেটে একটু ভুসভুস করে তেল দিয়ে দেয়, আবার চলতে শুরু করে। পানির পিপাসা লাগলে এখন সে বলে গাড়িটা তেল খাবে, তেল (পানি) দাও। সেদিন আমি তাকে গোছল করানোর জন্য মাথায় পানি ঢালতে গেছি, সে আমাকে বল্ল একটু থাম, তারপর মাথা থেকে কি যেন খোলার অভিনয় করে পাশে রাখল। আমি বললাম কি রাখলে? বল্ল, পুলিশের গাড়ির সিগনালটা খুলে রাখলাম, ভিজে যাবে তো তাই! এমন অনেক অনেক কাহিনী...
যাহোক আসল কথায় আসি, ইদানিং তার মা তাকে দু-একটা অক্ষর চেনানোর চেষ্টা করছে। এমনিতেই ডে-কেয়ারে জাপানীজদের সাথে থেকে থেকে জাপানীজ শিখছে! তাই ঘরে কিছু বাংলা-ইংরেজী তামিল দেওয়ার চেষ্টা। কিন্তু কে শোনে কার কথা! ওর মা বিভিন্ন ছবি দেখিয়ে, নেচে, গেয়ে বলে, বল বাবাঃ অ, আ, ক, খ... A, B, C, D… আর ছেলে বলতে থাকে প্যাঁ পুঁ... ভুঁ ভুঁ...পিঁক পিঁক...

। ছেলের ভবিষৎ নিয়ে ছেলের মা খুবই টেনশিত! হায় হায় আমার ছেলেটা কি অশিক্ষিতই থেকে যাবে?? হাজার হলেও মা’র মনতো! সেদিন আমাকে বলল, এক কাজ কর, ওকে গাড়ি দিয়ে একটা alphabet শেখার বই বানিয়ে দাও। কি আর করা, আমি গুগল মামার করুনায় আর ল্যাবের প্রিণ্টারের সহায়তায় একটা বই বানিয়ে ফেললাম। হ্যাঁ, কাজ দিয়েছে... কাল সে ঐ বই এর উপর বসে প্রায় এক ঘন্টা ধরে অতি আনন্দের সাথে A for ambulance, B for Bus, C for…. পড়েছে, বইটা এখন বোগলে নিয়ে নিয়ে ঘুরছে

। আপনারা দেখেন তো বইটা কেমন হলো...? নতুন কিছু আইডিয়া থাকলে শেয়ার করতে পারেন।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১০ সকাল ১০:৫৪