লালন সাঁই ছিলেন এক মহান মানবতাবাদী সাধক, যিনি জাত-পাত, ধর্ম-বর্ণের বিভেদকে অস্বীকার করে সাম্য ও মানবতার বাণী প্রচার করেছেন।
১. তিনি বিশ্বাস করতেন, মানুষই মানুষের প্রকৃত পরিচয়, ধর্ম বা জাত নয়।
২. তাঁর গান ও দর্শনে মানবপ্রেম ও বিশ্বজনীনতার গভীর চেতনা প্রকাশ পায়।
৩. লালন সমাজের কুসংস্কার ও ভেদাভেদকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন।
৪. তিনি নারী-পুরুষের সমানাধিকারের পক্ষে কথা বলেছেন।
৫. লালনের মতে, মানবতাই হলো পরম সত্য, যা ধর্মের ঊর্ধ্বে।
৬. তাঁর গানে মানবজীবনের মূল্য, দুঃখ-কষ্ট এবং মোক্ষের সন্ধান ফুটে ওঠে।
৭. তিনি গুরু-শিষ্য প্রথার মাধ্যমে মানবধর্মের বাণী প্রচার করেছেন।
৮. লালন বিশ্বাস করতেন, অহংকার ও মোহ মানুষের প্রকৃত জ্ঞান অর্জনের পথে বাধা।
৯. তাঁর জীবনদর্শন অহিংসা, প্রেম ও সহমর্মিতার ওপর প্রতিষ্ঠিত।
১০. তিনি আজীবন এক উদার, অসাম্প্রদায়িক ও মানবতাবাদী সমাজের স্বপ্ন দেখেছিলেন।