বইয়ের নাম : যদিও সন্ধ্যা
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : উপন্যাস
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারী ২০০০
প্রকাশক : অন্যপ্রকাশ
পৃষ্ঠা সংখ্যা : ১১২ টি
সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট
কাহিনী সংক্ষেপ :
শওকত একজন চিত্রশিল্পী। শওকত আর রেবেকার যখন ছাড়াছাড়ি হয় তখন তাদের ছেলে ইমনের বয়স পাঁচ বছর তিন মাস। রেবেকের বর্তমান স্বামী মিস্টার এন্ডারসন আমেরিকান। রেবেকা ইমনকে নিয়ে দেশে এসেছে ইমন তার বাবার সাথে জন্মদিন পালন করতে চায় বলে।
রেবেকা তখন শওকতকে চেনে না। হঠাৎ করেই একদিন রেবেকা আবিষ্কার করে একটি ছবির একজিবিশনে একটি ছবিতে একটি মেয়ে বনের মাঝে এলোমেলো ভাবে শুয়ে আছে। সেই মেয়েটি রেবেকা নিজে। অথচো ছবির শিল্পী শওকত বললো মেয়েটি আসলে তার কল্পনার জগতের একজন। অভিভূত ধনীর দুলালী রেবেকা একসময় হতদরিদ্র শিল্পী শওকতকে বিয়ে করে ফেলে সবার অমতে। অনেকদিন পরে একসম রেবেকা জানতে পারে শওকত তাকে মিথ্যে বলেছে। আসলে রেবেকার এক চাচাত বোন রেবেকাকে জন্মদিনের উপহার দেয়ার জন্য সেই ছবিটি আঁকতে বলেছিল শওকতকে। ছবি আঁকার জন্য রেবেকার একটি ছবিও দিয়েছিলো শওকতকে। রেবেকা শওকতের কল্পনার জগতের কেউ না।
শওকত তার ছেলে ইমনকে নিয়ে তোলে তার জরাজির্ন বাসায়। তবে বাবা আর ছেলের দিন কাটে আনন্দেই। ইমন তাঁর বাবার কাছে চা বানানো শিখে। তাঁরা সারাদিন নানা গল্পকরে। মোম গলিয়ে জলে ফেলে মুক্ত তৈরি করে, রঙ্গিন কাগজ দিয়ে লন্টন তৈরি করে। ইমন তার বাবাকে একটি ছবি এঁকে দিতে বলে। শওকত ছবি আঁকা শুরু করলে পরে দেখে সে ছবি আঁকতে পারছে না। ছবি আঁকা সে ভুলে গেছে।
অন্যদিকে শওকতের মৃত বন্ধুর ছোট বোন আনিকা সেই ছোট বেলা থেকে শওকতকে খুব পছন্দ করে। শওকতের সাথে আনিকার বয়সের ব্যবধান অনেক। তবুও আনিকা শওকতের প্রতি এক অসম্ভব আকর্ষণ অনুভব করে। মোটামুটি মানের একটি চাকুরি করে সেই টাকায় বাবা মা আর ছোট বোনের সংসার চালায় আনিকা। এরমধ্যে ছোটবোন হঠাৎ করেই বিয়ে করে ফেলে, অথচ আনিকার বিয়ের বয়েস হয়ে গেছে অনেক আগেই।
ইমনের জন্মদিনে আনিকা দুটি ছোট কচ্ছপের বাঁচ্চা নিয়ে ইমনকে উপহার দেয়। সারাদিন তারা এক সাথেই কাটায়। ইমন আনিকাকে খুব পছন্দ করে ফেলে। এদিকে জন্মদিন শেষ হলে পরে ইমন তার মার কাছে চলে যায়। তখনই আনিকা হঠাৎ করেই তার বাবার পছন্দ করা এক ছেলেকে বিয়ে করে ফেলে। বিয়ের দিন শওকত আর ইমন ঘটনাচক্রে আনিকাদের বাড়িতে হাজির হয়। শেষ মূহুর্তে আনিকা যখন ইমনকে কোলে নেয় তখন আনিকা আর ইমনের চোখে টলমল করছে জলে। আনিকা অনুরোধ করে শওকতকে তাদের একটি পোট্রেট আকতে। আনেকদিন পরে শওকত ঝড়ের বেগে আবার পোট্রেট আঁকতে শুরু করে।
----- সমাপ্ত -----
=======================================================================
আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ
আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ
ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:৪৯