প্রজাপতিদের শরীর উজ্জ্বল রঙের। প্রজাপতির বেশিরভাগ প্রজাতিই দিবাচর বলে এরা সহজেই নজর কাড়ে। এরা দেখতে অত্যন্ত আকর্ষণীয় আর সচেয়ে বেশী আকর্ষণীয় তাদের বিচিত্র পাখা। মজার বিষয় হচ্ছে প্রজাপতির দেহ নাকি ১০ খন্ডে গঠিত। আর অবাক করা বিষয় হচ্ছে বাংলাদেশে নাকি প্রজাপতিদের প্রায় ১২৪টি প্রজাতি আছে!!
ছবি তোলার স্থান : কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১১/০৯/২০২০ ইং
আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি।
আলোর ঢেউয়ে উঠল নেচে মল্লিকা মালতী।
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
ছবি তোলার স্থান : কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১১/০৯/২০২০ ইং
আমি প্রজাপতি ফিরি রঙিন পাখায়,
কবি তো আমার পানে তবু না তাকায়।
বুঝিতে না পারি আমি, বলো তো ভ্রমর,
কোন গুণে কাব্যে তুমি হয়েছ অমর।
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
ছবি তোলার স্থান : কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১১/০৯/২০২০ ইং
একটি প্রজাপতি,
দঃসাহসে বসলো এসে
আলোর মুখোমুখি;
চিত্রিত নয় কালো রঙের
পাখনা দু'টি মেলে ।
এবার বুঝি এলে ?
----- নির্মলেন্দু গুণ -----
ছবি তোলার স্থান : কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১১/০৯/২০২০ ইং
ওরে প্রজাপতি, মায়া দিয়ে কে যে পরশ করল তোরে
অস্তরবির তুলিখানি চুরি ক'রে॥
হাওয়ার বুকে যে চঞ্চলের গোপন বাসা
বনে বনে বয়ে বেড়াস তারি ভাষা,
অপ্সরীদের দোলের খেলার ফুলের রেণু
পাঠায় কে তোর পাখায় ভরে॥
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
ছবি তোলার স্থান : কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১১/০৯/২০২০ ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
রঙ্গিন পাখা – ০১, রঙ্গিন পাখা – ০২, রঙ্গিন পাখা – ০৩, রঙ্গিন পাখা – ০৪, রঙ্গিন পাখা – ০৫
রঙ্গিন পাখা – ০৬, রঙ্গিন পাখা – ০৭
=================================================================