চায়ের দেশ শ্রীমঙ্গল থেকে ঘুরে এলাম ছবি ব্লগ ৩।
ঈদ-উল-ফিতরের ছুটিতে কি করবো ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিয়ে ফেললাম শ্রীমঙ্গল যাবো, কি আর করা, যেমন ভাবনা তেমন কাজ । তবে গিয়ে সত্যিই খুব উপভোগ করেছি ভ্রমণটা । ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তাই এই ছবি ব্লগের অবতারনা। ও! আরেকটা কথা আমি ব্লগের ক্যামেরা বাটন প্রেস করে ছবি দিতে পারছিনা, মানে ছবি আসছেনা তাই নীচের ড্র্যাগিং সিস্টেমটা ব্যবহার করছি তাতে ছবির সামান্য পরিচয় দিতেও পেরেশান হয়ে যাচ্ছি,ফলে ভূল ভ্রান্তির সমুহ সম্ভাবনা রয়েছে। ভূল ভ্রান্তির ক্ষমা পাওয়ার যোগ্য আমি নই, সুতরাং আপনারা নিজ গুনে এই অধমকে ক্ষমা করে দেবেন আশা করি।
নূরজাহান চা বাগান
এখানে চা পাতা সংগ্রহ করে ওজন করা হয়
[sb ]চা গাছ এগুলো ছাটা হয়না বরং নূতন চা গাছ উৎপাদনে ব্যবহৃত হয়
না ছাটা চা গাছের পাতা
চা বাগান
ঈদ-উল-ফিতরের ছুটিতে কি করবো ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিয়ে ফেললাম শ্রীমঙ্গল যাবো, কি আর করা, যেমন ভাবনা তেমন কাজ । তবে গিয়ে সত্যিই খুব উপভোগ করেছি ভ্রমণটা । ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তাই এই ছবি ব্লগের অবতারনা। ও! আরেকটা কথা আমি ব্লগের ক্যামেরা বাটন প্রেস করে ছবি দিতে পারছিনা, মানে ছবি আসছেনা তাই নীচের ড্র্যাগিং সিস্টেমটা ব্যবহার করছি তাতে ছবির সামান্য পরিচয় দিতেও পেরেশান হয়ে যাচ্ছি,ফলে ভূল ভ্রান্তির সমুহ সম্ভাবনা রয়েছে। ভূল ভ্রান্তির ক্ষমা পাওয়ার যোগ্য আমি নই, সুতরাং আপনারা নিজ গুনে এই অধমকে ক্ষমা করে দেবেন আশা করি।
নূরজাহান চা বাগান
এখানে চা পাতা সংগ্রহ করে ওজন করা হয়
[sb ]চা গাছ এগুলো ছাটা হয়না বরং নূতন চা গাছ উৎপাদনে ব্যবহৃত হয়
না ছাটা চা গাছের পাতা
চা বাগান
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৬ রাত ১১:০১