আমি জানি কম। আমার একটা সমস্যা সবার সাথে শেয়ার করছি।
আমি এমন একটা বস্তু বা বিষয় নিয়ে ভাবতে চেস্টা করছি যা সর্ম্পূন নতুন। সেটা কি হতে পারে?
আমি এমন একটা আপেল ভাবার চেস্টা করছি যেটা দেখতে সম্পূর্ন নতুন ধরনের হবে যার সম্পকে মানুষের কোন ধারনাই নাই।
কেমন হতে পারে?
আপেল তো ডিম্বাকার বা গোলাকার হয়। তাহলে আমার কল্পনার আপেল লম্বাটে হোক ?
লম্বা? সেটা তো আমি আগে থেকেই চিনি। সেটা তো একটা লাঠির মত হয়ে যাবে। লাঠির মত তো নতুন কিছুই হলো না। দূর এটা বাদ।
তাহলে একটু বাকিয়ে দিবো? একটু আকাবাকা? তাহলে কেমন হবে? সাপের মত? মহা সমস্য ! সাপের মত- সেটাও তো নতুন কিছু না।আমি বা অন্য কেউ সেটা চিনে। তাহলে তো সেটা নতুন হচ্ছে না।
আপেলের আকার ঠিক করতেই আমার হিমসিম অবস্থা। অন্যান্য জিনিস ( স্বাদ, শক্ত কি নরম, রসালো কি অাঠালো ওসব তো এখনো ভাই শুরু করতে পারছি না )
আপনারা কি আমাকে হেল্প করতে পারবেন? এমন একটা আপেলের আকার বের করে দিয়ে যেটা একেবারেই নতুন। শুধু আমি না পৃথিবীর কেউ সে আকার আগে কখনো দেখেনি বা চেনেনি?
যদি আমি বা আপনি বা কেউ আমাদের জানার ( মস্তিস্কের কল্পনা আমাদের চারপাশের জিনিসের ) বাইরে নতুন কিছু কল্পনাই না করতে পারি তাহলে কি নিয়ে আমি বড়াই করি? আমার সবতো দয়া করা দেয়া। সেই মহান সত্তা আল্লাহ পাক দয়া করে যে টুকু ইমেজিং আমার মস্তিস্কে করে দিয়েছেন বা আমার চারপাশে দিয়েছেন তার বাইরে না ভাবতে পারলে আমি কি আবিস্কার করি? বা কোন বিজ্ঞানী করে?
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫১