জন্মদিবসে মাটি উড়ে হলো নীল
আকাশের ভীড়ে মরা কবুতর কাঁদে
ধোঁয়ায় ধোঁয়ার খড় করে কিলবিল
অথবা বাঁশরী চোখের সালুন রাঁধে
জন্মদিবসে কবরেরা নড়ে ওঠে
অথবা নিভাঁজ ঝোড়োকাক ভাঁজ করা
কোকিলের গানে কাফনের মতো ফোটে
এদিকে নদী ও বৃরা আধমরা
জন্মদিবসে কাঁটায় জড়ালো খাতা
পথের ওপরে হেসে ওঠে কালো নুড়ি
অথবা পোড়ায় বনমালী তাজাপাতা
গরম হাওয়ারা হঠাৎ পোড়ায় ঘুড়ি
জন্মদিবসে মাটি উড়ে হলো নীল
ধোঁয়ায় ধোঁয়ার খড় করে কিলবিল।
রচনাকাল : মার্চ ২০০৭