এক
বিপদ মানুষকে শিক্ষা দেয়, দেয় জ্ঞান।
দুই
অভাব মানুষের মনুষ্যত্ব শেষ করে ধীরে ধীরে, চিনতে শেখায় মানুষ ;
করে নিলজ্জ, বেহায়া।
তিন
কর্মঠ মানুষ কখনো ধনী হয় না, অন্যকে ধনী করে তুলে; সৃষ্টি করে এক একটি অহংকারী ধনী মানুষ ।
চার
বুদ্ধিমানেরা কাজ করে কম হয় কৌশলী , তাই তারা প্রথম শ্রেণীর মানুষ ।
পাঁচ
রাজনৈতিক ব্যক্তিরা মিথ্যাকে কৌশলে বলে বলেই আইন প্রণেতা , হয় প্রজাতন্ত্রের শীর্ষ প্রতিনিধি।
ছবিঃ গুগল।
All Rights Reserved@ প্রথমকথা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৮