আমি এই পৃথিবীর জন্য রেখে যেতে চাই
কবিতায় আকা এক মানচিত্র
যার প্রতিটি শব্দে থাকবে চলমান ঘটনার সকল চিত্র
তুমি ভেব না তুমি বাদে হবে এই কবিতা
তুমি আমার সব তুমি আমার শেষ সবে তা।
আমি এই পৃথিবীর জন্য রেখে যেতে চাই
শব্দে সঞ্চারণে কোন গল্প কথা
রেখে যেতে চাই,
মানুষের মত মানুষ হবার সকল বারতা
রেখে যেতে চাই স্বপ্ন যত ছিল আমার
স্বপ্ন প্রতিস্থাপনে যত কথা
যা তুমি বলেছিলে অতীতে তোমার যত ব্যথা।
আমি এই পৃথিবীর জন্য রেখে যেতে চাই
কবিতা আকারে যতো শব্দ বাণী,
সেই সব মানুষদের জীবন কাহিনী
যা ঘটেছিল শুধু আমার সাথে
আমি শুধু জানি!
আমার যত কথা আছে অতীতের
সকল সুখ দুঃখ কথা
সবে যেন লেখা থাকে এই লেখনিতে তা।
আমি এই পৃথিবীর জন্য রেখে যেতে চাই
এমন কিছু শব্দ
যা দেখে মানুষ বুঝবে যতো
যারা অন্যায় করে করেছিল অনেককে জব্দ।
আমি লিখে যাব সেই সব শব্দ দিয়ে গাঁথা
শব্দের এই কবিতা
দেখে নিও তুমিও একদিন! বলবে কথা
এই কবিতার মানচিত্র।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০