গত কয়দিন ঘুমাতে পারিনি।
মাদক বিরুদ্ধে অভিযান আমার ঘুমকে হারাম করে দিয়েছে, খুব অস্থিরতার মধ্যে পার করছি সময়, আগে কখনো এই রকম মনে হয়নি,আর হয়নি কখনো এমন অস্থির। পূর্বেও বিভিন্ন সময় আইন শৃংখলা বাহিনীর অভিযান হয়েছে, আইন শৃংখলা বাহিনীর অভিযান হলে ভাল ঘুমাতে পারতাম। ইদানিং র্যার্বের কয়েকটি ক্রসফায়ার এবং পত্রিকার খবর দেখে খুব আতংকিত এবং চিন্তিত, ঘুমতো আসেনা বরং মনে হয় রাতে হার্ট এ্যাটাক হবে। কারণ আমার সাথে আমার এলাকার বর্তমান সময়ের আলোচিত মাদক ব্যবসায়ী ও সেবনকারীর ডাক নামে মিল এবং বাসাও পাশাপাশি হওয়ায় আমার জন্য কঠিন সমস্যা, ইতিপূর্বেও নিজের ডাক নামের কারণে আইন শৃংখলা বাহিনীর কাছে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়েছে তাতে খুব একটা টেনশন নিতে হয়নি এখন মানসিক ভাবে কঠিন চাপে মধ্যে আছি,চাপের মূলকারণ হলো ধরে কোন কথা জিজ্ঞাসা করছে না। নামে নামে অনেকের মিল আছে তাই ভাল করে জিজ্ঞাসা করে পরিচয়টা সঠিক পাবে।এতে সাধারণ মানুষ উপকৃত হবে। টেকনাফের একরাম হত্যা এবং পরবর্তী তার ফোন কল রেকর্ড শুনে এখন আরো বেশি চিন্তার মধ্যে আছি। বাসাও শহরের প্রাণকেন্দ্রে সবার পরিচিত মুখ , কাউকে জিজ্ঞাসা করলেই প্রথমে আমার বাসা দেখিয়ে দেবে। দিনে মানুষের মাঝে থাকি বলে চিন্তা আসেনা যখন এশা'র নামাজ পড়ে তারাবির নামাজ পড়ি তখন মনে হয় এই আসছে র্যার্ব মন অন্য দিকে চলে যায় নিজেকে কন্ট্রোল করে নামাজ পড়া কঠিন হয়ে যায়। আমি আমরা মাদকের বিরুদ্ধে জীবনে কখনো মাদক স্পর্শ করিনি এবং কাউকে কখনো মাদক সেবনে উৎসাহিতও করিনি এবংকি দেখলে প্রশাসনকে জানাতাম। মাদক বর্তমান সময়ে এক কঠিন বাস্তবতা এবং যুবসমাজ ধবংসের অন্যতম উপাদান তা আমাদের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বুঝতে পেরে মাদক ব্যবসায়ী এবং ধর্ষণকারিকে ক্রসফায়ার দেয়ার সিদ্ধান্ত দেন। আমরা সর্বান্তকরণে সমর্থন জানাই। কিন্তু দুঃখের বিষয় একশ্রেণীর খারাপ লোক এই প্রক্রিয়াকে ভিন্নক্ষাতে নেয়ার জন্য উঠে পড়ে লেগেছেন তার ফল হিসেবে টেকনাফে যুবলীগ নেতা কাউন্সিলর একরাম হত্যা। আমি চাই আইনের প্রতি সম্মান রেখে সঠিক তদন্ত করে অপরাধী সনাক্ত করে শাস্তির ব্যবস্থা করা হোক, এতে করে ভাল মানুষ দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে, মুক্ত হবে মাদক থেকে যুবসমাজ। শান্তির সুবাতাস বহে যাক মাদকসেবির পরিবারে। শান্তি আসুক সমাজে রাষ্ট্রে।
"চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে"।
জননেত্রী শেখ হাসিনা। এই শ্লোগান হোক জাতীয় শ্লোগান।
লেখকঃ প্রথমকথা।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:০৪