তুমি নেই
ভালোবাসায় যত টুকু শুন্যতা আছে
সব টুকু তোমার
তুমি বলবে আমায়! আমি কার।
আধারে খুজেছি তোমায়
পেয়েছি ছায়ায়
দিনের আলোয় খুজে দেখি
তুমি নেই,তুমি নেই।
-----------------------------------------
একবার বল
তোমার চোখের জল কত দেখেছি
আজ কেন অন্য রকম লাগে,
তোমায় কত দেখেছে একান্তে অনেক বার
আজ কেন ভয় ভয় জাগে,
তোমার চাওয়া পাওয়া আমারি মত
তা তো বুঝেছি সেই অনেক আগে
তবু কেন চোখে জল তোমার!
একবার বল।
-----------------------------------------
কষ্ট
যখন চোখে আসবে জল মুছ না তাকে
ঝরতে দাও অঝোর ধারায়,
সেই তো তোমার নয় আর!
ঝরছে যার জন্য তাকে বলো মুছতে
সেই যদি করে প্রত্যাখ্যান
ভেবো না তুমি!
ঝরছে তার চোখে জল নিশ্চয়।
অবোধ বলে ফেলেছ চোখের জল
ভেবো না তুমি! কখনো হবে না তা নিস্ফল।
ভেবো না তুমি _ হেরেছো তার কাছে,
সেই নিজে হেরেছে নিজের কাছে।
তুমি দাও ঝরিয়ে যত যন্ত্রণা
পাবে সুখ নিশ্চয়, কখনো না কখনো।
সর্বস্বত্ব সংরক্ষিত। প্রথমকথা।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫০