কবিতার ছায়ায়
প্রিয়,
তুমি কবিতা হতে বলেছিলে অনেক আগে তাই কবিতা হতে চেয়েছিলাম
অনেক অনেক অনেক বার, পাইনি কবির দেখা তাই হলোনা কবিতায় থাকা।
জানি তুমি খুব পছন্দ কর কবিতা, কবিতা তোমার প্রান,
তাই তুমি কবিতাতে পেতে চেয়েছিলে আমার ঘ্রাণ
আমিও তাই অনন্ত সময় খুজেছি নাম জানা অজানা অনেক কবিকে
কবিতাতে থাকবো বলে, কবিতায় তোমায় আনবো বলে
কিন্তু বিঁধির বিঁধান একটি কবিও জুটল না, তাই হলোনা কিছু তাতে।
প্রিয়,
তুমি কি এখনো আমায় খুজো কবিতায়?কবিদের মাঝে, একান্ত আপন মনে
কিন্তু আমি এখনো খুজি কবিদের ক্ষণে ক্ষণে, কবিতার ছবি হয়ে থাকতে
আমি এখনো খুজি কবিকে জীবনকে বুঝাতে, কবিতার ছায়া হতে
আমি এখনো খুজি সে কবিকে যে চিনিয়ে দেবে তোমায়,
দেখিয়ে দেবে আমায় তোমার প্রিয় কবিতায়
দেখিয়ে দেবে তোমায় কবিতার সকল ছন্দে,
এখনো পাইনি সে কবিকে যে আকবে ছবি আমার তোমার কবিতায়
যে আকবে ছবি আমার কবিতার পট ভুমিতে।
প্রিয়,
তুমি বলেছিলে অনেক আগে এখনো কি ঠিক আছো এক কথায়
নাকি কবিতায় না দেখে আমায় বদলে গেলে, আমি ঠিক এখনো খুজি সে কবিকে
যে দেখাবে আমায় কবিতায়, প্রতিটি শব্দে প্রতিটি ছন্দে কবিতার অন্তমিলে,
আজ আমি কবিদের খুজে অনেকটা নিঃস্ব , শুকনো পাতার মতো মুরমুরে
কখন যে ঝড়ো হাওয়ায় ঝরে যাই,চিন্তিত তোমায় নিয়ে! তুমিতো খুজবে আমায় কবিদের কবিতায়।
আমি যদি ঠিক পাই কোন কবিকে তুমি ভেবোনা,ঠিকেই আমি জোর করে হলেও ঢুকে যাবো কবিতাতে।
শুধু তোমাকে দেখাবো বলে তোমায় দেখবো তাই।
নিরাশ হবে না কখনো আমিও হয়নি হতাশ দীর্ঘ সময়ে!
যতো ক্ষণ আছে দেহে প্রান ততো ক্ষণ খুজবো কবিকে,তুমিও খোজো আমায় কবিতার ছায়ায় ...
সর্বস্বত্ব সংরক্ষিত। প্রথমকথা।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:১৮