বেঁচে থাকুক কিছু পরাজয়ের প্রবোধে-
তোমার চুলের আর কল্পতরুদেখার অমেঘে
কিছু অভিলাষে কিছু ভাষাহীন চোখে, তুমি ছায়া বিলাবে?
আরও কত প্রহর অন্তরের তপ্ত প্রণামে তুমি , তুমি আসবে!
এই কল্পতরুর খেলায় তুমি মিশে গেছ-
তুমি জড়িয়ে আছো আমায় ফ্রয়েডীয় মত্ত খেলায় ।
অনুভোগে তোমায় অনিদ্রার আকাশের কল্পতারায়,
হঠাত তুমি! আমার বিস্মিত রিক্ত-বেদন।
এতটা অনুভবের উর্বশী চোখে তোমার -
যতটা উদাসী চুলের গন্ধে
আমি একাকার, শুধু মিশে আছি
দুরুত্বের নগ্ন পায়ে পথ চলেছি এক সুনিবার
প্রতিচ্ছায়ায়, হারানো ঠোঁটের স্পর্শ তলে
তোমার ততটা বিলুপ্ত চোরাপথে ।।
তুমি আমায় ছোট করবে অন্তরাত্মার অন্তরে
তুমি আমায় শুদ্ধ করবে শুদ্ধতার পরশে
তুমি আমায় লোভী করবে , তোমার মোহে-
ঢেউ খেলে যাওয়া উষ্ণ বন্দরে ।
মায়াবী অভিশাপে তোমার রুগ্নতার মিছিলে,তুমি এসেছিলে
নীল অসহায়ত্বে জমাট বাধা শিকলে তুমি বাঁধা পড়বে
এই তুমি , অনুরাধা হবে ।
উদাসীন তোমার বিস্ময়ে তীব্রতম উল্লাসে
তুমি অসহায় হবে-
ছড়িয়ে পড়বে তোমার শান্ত মেঘ
আমার গভীর নীলের মাঝে ।
অথচ যদি একদিন তোমার সেদিন-
মিশে থাকা তোমার
সবকটি অনুভবে, অনুরোধে
আমার জাপটে থাকা রৌদ্র অভিমানে ...