অন্বিষ্ট অনুনয়
দুরন্ত আকশে তখন হতাশেরা উৎসব করছিল
শর্তবিহীন আঙুলে ; প্রিয়তমার শেষ চুম্বনে।
হয়তো আমি আকাশ হবো
হতে পারি ক্রান্তহীন খোলা হাওয়া
তোমার এলোচুলে হবে আমার নাশ, প্রতিবাদে প্রতিনাশ ।
এতোটা শীতল চোখে মরুঝড় না আনলেও পারতে
আমি কিছুটা তাপ নিতাম তোমার ঠোঁটে !
যদি হারিয়ে যেতে চাও হিমেল বাতাসে
বিপ্লবের অচেতনে আরও কিছুটা সাজানো বাগানে
কল্পতরু; অথবা যৌবনের... বাকিটুকু পড়ুন