ভালবাসা মুক্তি পাক
নিদাঘ প্রসুন
................................................
যাক মিশে থাক অনুভূতি আশা পাক
অসুর পূজারী মহিয়ান জগত্তারিনী,
অনল নীশিথে রবি-অন্তিমে দূরে থাক ভালবাসা ।
ছলনাময়ী , হোক অনুরাগ কল্পনার আশীর্বাদ
তোমারি হাসিতে পরম সমীরে কাটুক পুলকতা ।
হাসছো তুমি ! ভুগছি আমি কল্পনার বেড়াজাল ,
কিছুকাল নিপাত ক্ষনকাল জোছনার ফুলে ;
মালা গাঁথি স্বপ্ন আঁকি সব তোমাতে জলোচ্ছ্বাস ।
থেমে যাক উচ্ছ্বাস ,অলিন্দের উষ্ণচাপ
তোমার ঠোটে উর্বশী চোখে আকাশ মুক্তি পাক ।
ওই সাঁঝে কেশবতী মেঘে আমি অসহায়
নিরাশায় অতিকায় জলপদ্ম ঘূর্ণিপাক ,
অচিনপুরের তোমাতে উর্বরা দেহেতে
সেই ভালবাসা মুক্তিপাক ।
ভেসে চলে ছন্দে অরণ্যে আমার
সেই অনুরাধা মুক্তি পাক ।
১১ চৈত্র ১৪২২
মিরপুর , ঢাকা ।।