৮০০ কোটি গেছে কোন সমস্যা না , এটা সহস্র ঘটনার একটা মাত্র উদাহরণ ।
বাংলাদেশ হল নেমসিকার আর ট্রেন্ড ভরপুর মানুষের চিড়িয়াখানা । আমি নিজেও ট্রেন্ডের শিকার , এই স্ট্যাটাস ট্রেন্ড থেকেই দেওয়া । ট্রেন্ডের সুফল অনেক বিরাট কিছু যদিও আপাতত আমরা এর সুফল থেকে কুফলে বেশি নজর দেই বা দিচ্ছি ।
২০১৫-১৬ অর্থবছরে এদেশে বাজেট ছিল ২ লাখ ৯৪ হাজার কোটি টাকার মত যার ঘাটতি ছিল প্রায় ৮৭ হাজার কোটি টাকা । আমার সো কল্ড গরীব দেশ প্রতি বাজেটে বিভিন্ন দেশ বা সংস্থার কাছে হাত পাতে যেমন এবার প্রায় ৬ হাজার কোটি টাকা আমরা ধার হিসেবে এনেছি ।ঘটনা সেটা না , একটা বেসরকারি জরিপ সংস্থা বলছে এই দেশে শুধুমাত্র একবছরে দুর্নীতি হয় প্রায় ৪৫ হাজার কোটি টাকা , আবার বলছি ৪৫ হাজার কোটি টাকা ! সহজ ভাষায় মোট বাজেটের ৭ ভাগের ১ ভাগ শুধু সো কল্ড দেশপ্রেমিকেরাই ভোগ করে । ৪৫ হাজার কোটি টাকার কাছে মাত্র ৮০০ কোটি টাক আমার কাছে কিছুই না । আমি চোখের সামনে এত অনাচার দেখি আর দিনশেষে ফেসবুকে যুদ্ধ করি কে নাস্তিক আর কে আস্তিক নিয়ে , ইন্ডিয়া না পাকিস্তানের , ছাত্রলীগ নাকি রাজাকার সেটা নিয়ে । আর যখন কিছু পারি না তখন সব দোষ ওই শেখের বেটির না !
একটা তথ্য আমার কাছে বেশ ভয়াবহ লাগছে যে এদেশের পুরো সিকিউরিটি সিস্টেম নিয়ন্ত্রন করে ভারতীয় প্রযুক্তিবিদেরা , আমি এ ব্যাপারে নিশ্চিত না । তবে তাই যদি হয় এদেশে সিএসই পইরা পোলাপাইন কি চুল ফেলছে ??
আমরা ভারতীয় উপমহাদেশীও রা পা চাটতে খুব ভালবাসি , পা চাটতে থাক সমস্যা নাই কিন্তু যার পা চাটছো তার থেকে ভাল কেউ আছে কি না সেটা দেখে নিও ।
আমি জানি কোন লাভ নাই অনলাইনে এসব প্যাঁচাল গেয়ে , কারন বাঙ্গালী একটা কাজই খুব ভাল পারে ধারনা থাকুক বা নাই থাকুক , জানা থাক আর না জানা থাক বড় গলায় একটা মন্তব্য করতে পারলেই সে রাজা ।