মোঃ জাহিদুল ইসলাম, বয়স মাত্র ১৮!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা বিষয় অর্থনীতির মেধাবী শিক্ষার্থী। আজ যুদ্ধ করছে মৃত্যুর সাথে। জাহিদ দুরারোগ্য "Ewing Sarcoma" ক্যান্সারজনিত রোগে আক্রান্ত। এখন ভর্তি আছে মহাখালী ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে।
ইতোমধ্যে ক্যান্সার তার সমগ্র দেহের বিভিন্ন অংশসহ হাড়ে ছড়িয়ে পড়েছে এবং পা থেকে কোমর পর্যন্ত অবশ হয়ে গেছে। গত ২৬ জানুয়ারি রেডিয়েশন অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ শেখ গোলাম মোস্তফা তাকে উন্নত চিকিৎসার জন্য টাটা মেমোরিয়াল সেন্টার, মুম্বাই এ রেফার করেন। এছাড়াও বিশেষজ্ঞ ডাক্তার এর মতে, তার পূর্ণাঙ্গ সুস্থতার জন্য ১ বৎসর বা অধিক সময় নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখতে হবে। যার জন্য অনেক টাকার প্রয়োজন।
কিন্তু জাহিদের পিতা একজন দরিদ্র কৃষক। তার পরিবারের পক্ষে এ বিপুল পরিমাণ খরচ বহন করা সম্ভব নয়।
তাই বলে কি জাহিদ বিনা চিকিৎসায় মারা যাবে?? কখনো না। মানবতা আজো হারিয়ে যায় নি। মানবতা আবার জেগে উঠবে জাহিদের জন্য।
আমাদের সহযোগিতাই পারে জাহিদকে বাঁচিয়ে তুলতে।
তার চিকিৎসার খরচ যোগাড় হবেই। ইনশাল্লাহ।
আর্থিক সহায়তার জন্যঃ
বিকাশঃ
01736430163 (পার্সোনাল নাম্বার)
ডাচ বাংলা মোবাইল একাউন্টঃ 017364301632
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট নংঃ 1011030559125,
দিলকুশা, মতিঝিল ব্রাঞ্চ।
যোগাযোগঃ 01736430163 (জাহিদের ভাই)