[সতর্কতাঃ বিভৎস শিশু-শব, হৃৎদুর্বলদের না দেখাই শ্রেয়।]
লিবিয়ার বেসামরিক নাগরিকদের তথাকথিত সরকারী বিমান-হামলার হাত থেকে রক্ষার উদ্দেশ্যে ন্যাটো-পরিচালিত বিমান হামলায় নিহত লিবিয়ার শিশু।
ক্রসফায়ারে মানুষ হত্যা করে র্যাব যেমন বলে, এ মহা সন্ত্রাসী, এর নামে দু'লাখ মামলা আছে, তেমন করে ন্যাটোও বেসামরিক লিবিয়ান বাড়ি-ঘরে মিসাইল মেরে বলে এটি একটি কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার।
এই শিশুরাও নিশ্চয়ই বেসামরিক নয়, নিশ্চয় এরা ছিল কোন "হাই-লেভেল কমান্ড এন্ড কন্ট্রোল" সেন্টারে! সুতরাং ন্যাটো এদেরদেরকে হত্যা করে ঠিক কাজই করেছে!
আর কত নীরব থাকবেন, জেগে উঠুন, প্রতিবাদ করুন। আগামিকাল নিজ-দেশের স্বার্থ রক্ষার্থে যদি পরাশক্তিগুলোর স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশের প্রধানমন্ত্রী কাজ করেন, তাহলে একই ঘটনা যে ঘটবে না বাংলাদেশে তার কোন নিশ্চয়তা নেই।