শুরুতে ধোনিদের আতঙ্কে ফেলতে পারে ব্রেট লি : স্টিভ ওয়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মস্তিষ্ক বলছে ভারত। হৃদয় বলছে অষ্ট্রেলিয়া। বৃহস্পতিবারের ম্যাচ অল্প কথায় আমার কাছে এমনই দাঁড়াচ্ছে। অষ্ট্রেলিয়া এখন পর্যন্ত যে ভাবে খেলছে, তেমন খেললে চলবে না। কারণ, ওরা কোয়ার্টার ফাইনালে যে ভাবে উঠল তাতে খুব ভরসা করা যাচ্ছে না। ভারতের সঙ্গে যুদ্ধটা ওদের সামনে বড় তাড়াতাড়ি চলে এল। যেটা গত বারের চ্যাম্পিয়নদের সমস্যায় ফেলতে পারে। কানাডা এবং কেনিয়ার বিরুদ্ধেও ওরা মোটামুটি ভাল ভাবে জিতলেও ঝলসে ওঠেনি। অষ্ট্রেলিয়ার এখন ওই ঝলসানিটা দরকার। বিশেষ করে ভারতকে টপকাতে ওটা লাগবে।
এই ম্যাচটায় খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কিছু মুহূর্ত দেখতে পাব। ব্রেট লি-জনসন-শন টেট বনাম সহবাগ-সচিন-গম্ভীর, এই বিশ্বকাপের অন্যতম সেরা আকর্ষণ হতে যাচ্ছে। ’৯৯-এ আমরা ম্যাচের রং পাল্টে দিয়েছিলাম ভারতীয়দের শর্ট বলের জ্বলুনি দিয়ে। মনে হচ্ছে, মোতেরাতেও একই ষ্ট্র্যাটেজি ব্যবহার করবে পন্টিং। যদি ভারতের প্রথম দিকের কয়েক জন ব্যাটসম্যানকে শর্ট পিচ বল করে তুলে ফেলে পেসাররা, তা হলে ভারতীয় ড্রেসিংরুমে আতঙ্ক ঢুকে পড়বে। উল্টো দিকে যদি আবার ভারতীয়রা অষ্ট্রেলীয় পেসারদের আগুনের মোকাবিলা করে আগুন দিয়ে, কয়েকটা আপার কাট এবং পুল যদি বেরোয় সহবাগ-সচিনের ব্যাট থেকে, তা হলে ধোনির দল দারুণ ছন্দ পেয়ে যাবে।
আর এখানেই ব্রেট লি-র ভূমিকাটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। দুর্দান্ত বল করছে এখন। ম্যাকগ্রা যত দিন খেলেছে, ব্রেট লি-কে ওর ছায়ায় থাকতে হয়েছে। কিন্তু নিজেকে বোলিংয়ের নেতা হিসাবে প্রমাণ করার ওর এটাই সেরা সময়। সেই জায়গাতেও আছে। ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতিতে বল করছে এই টুর্নামেন্টে।
ভারতীয়দের জন্য আবার ম্যাচের মোড় ঘোরাচ্ছে যুবরাজ সিংহ। ওর ব্যাটিংকে যথেষ্ট ধারাবাহিক দেখাচ্ছে। সঙ্গে কাজে লাগছে ওর বাঁ-হাতি স্পিনও। তবে অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে কখনও নিজের প্রতিভার সুবিচার করেনি ও। যতটা ক্ষমতা আছে, ততটা বেরিয়ে আসেনি।
এবং সব শেষে রিকি পন্টিং প্রসঙ্গ। ব্যাটিং-ফর্ম তলানিতে এসে ঠেকেছে। ক্রিকেট-ভবিষ্যৎ নিয়ে প্রচুর প্রশ্ন উঠে পড়ছে। যেগুলোর এই মুহূর্তে কোনও দরকার আছে বলে মনে করি না। আমি সব সময় বিশ্বাস করি, এক জন চ্যাম্পিয়নকে কখনও খাটো করে দেখা উচিত নয়। ভারত হয়তো আবিষ্কার করল, পন্টিং নিজের সেরাটা ওদের জন্যই তুলে রেখেছিল!
সাম্প্রতিক কালে বিশ্বকাপে এই প্রথম দেখছি অষ্ট্রেলিয়াকে ‘আণ্ডারডগ’ ধরা হচ্ছে। ভারতের পক্ষে এটা সেরা সুযোগ নিজেদের তুলে ধরার। ২০০৩ ওয়াণ্ডারার্সের স্মৃতি মুছে ফেলার। ভারতের এই টিমেও কিছু ক্রিকেটার আছে যাদের ওই দিন বেধড়ক মার সহ্য করতে হয়েছিল। ভারতকে আসলে সমস্ত প্রত্যাশা, চাপ ঝেড়ে ফেলে ঠাণ্ডা মাথায় নামতে হবে। বৃহস্পতিবারের ম্যাচের ঠিক আট বছর এক দিন আগে ওই লাঞ্ছনা জুটেছিল ভারতীয়দের। কিন্তু প্রতিশোধ এমন একটা খাবার, যেটা ঠাণ্ডা-ঠাণ্ডা খেতেই ভাল লাগে!
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
শীঘ্রই হাসিনার ক্ষমতায় প্রত্যাবর্তন!
অপেক্ষার প্রহর শেষ। আর দুই থেকে তিন মাস বাকি। বিশ্ব মানবতার কন্যা, বিশ্ব নেত্রী, মমতাময়ী জননী, শেখ মুজিবের সুয়োগ্য কন্যা, আপোসহীন নেত্রী হযরত শেখ হাসিনা শীগ্রই ক্ষমতার নরম তুলতুলে... ...বাকিটুকু পড়ুন
কাছে থেকে আমির হোসেন আমুকে দেখা একদিন....
আমির হোসেন আমুকে দেখা একদিন....
২০০১ সালের কথা। খাদ্য মন্ত্রণালয়ের একটা আন্তর্জাতিক দরপত্রে অংশ গ্রহণ করে আমার কোম্পানি টেকনিক্যাল অফারে উত্তীর্ণ হয়ে কমার্শিয়াল অফারেও লোয়েস্ট হয়েছে। সেকেন্ড লোয়েস্টের সাথে আমার... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। সংস্কারের জন্য টাকার অভাব হবে না, ড. ইউনূসকে ইইউ
বুধবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং সফররত এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক পাওলা... ...বাকিটুকু পড়ুন
=নারী বুকের খাতায় লিখে রাখে তার জয়ী হওয়ার গল্প (জীবন গদ্য)=
বুকে উচ্ছাস নিয়ে বাঁচতে গিয়ে দেখি! চারদিকে কাঁটায় ঘেরা পথ, হাঁটতে গেলেই বাঁধা, চলতে গেলেই হোঁচট, নারীদের ইচ্ছেগুলো ডিমের ভিতর কুসুম যেমন! কেউ ভেঙ্গে দিয়ে স্বপ্ন, মন ঢেলে... ...বাকিটুকু পড়ুন
বিশ্রী ও কুশ্রী পদাবলির ব্লগারদের টার্গেট আমি
আমাকে জেনারেল করা হয়েছে ১টি কমেন্টের জন্য; আমার ষ্টেটাস অনুযায়ী, আমি কমেন্ট করতে পারার কথা; সেটাও বন্ধ করে রাখা হয়েছে; এখন বসে বসে ব্লগের গার্বেজ পড়ছি।
সম্প্রতি... ...বাকিটুকু পড়ুন