সময় ঠিক কিভাবে অতিবাহিত হচ্ছে ঠিক বুঝতে পারছি না। সকাল হচ্ছে, অফিস করছি, বিকেল হচ্ছে সন্ধ্যা গড়িয়ে রাত। এভাবেই চলছে জীবন। অনলাইনে সামুতে আসি, অনেকের লিখা পড়ি, কিছু বক্তব্য, মন্তব্য, তর্ক-বিতর্ক দেখি, কখনো কখনো নিজেও ঝামেলায় জড়িয়ে যাই। অন্যের সমস্যা জানতে না চাইলেও মনের ভেতর কোথায় যেন একটা লুকায়িত ইচ্ছে ঘাপটি মেরে বসে থাকে। কে কি করছে জানতে ইচ্ছে করে। এ-কথা ও-কথা ব্যস ক্যাচাল শুরু। মাঝে মাঝে ভালোই লাগে, আবার বিরক্তও হই। কিন্তু সামু ছেড়ে আর যাওয়া হয়ে ওঠে না।
দেখতে দেখতে এভাবেই ১৬ বছর হয়ে গেল। গতকাল কিছু পুরোনো মন্তব্য পড়ছিলাম। মন্তব্যকারীরর প্রোফাইলে গিয়ে দেখি তারা ব্লগকে জলাঞ্জলি দিয়ে বিদায় জানিয়েছে বহু আগেই। বুড়ো দাদুর মতো আমি আর অন্য ক'জন দাদু-দাদী এখনো ব্লগ ধরে ঝুলে আছি মনে হলো। সবখানেইতো নতুনদের জায়গা করে দিতে আমাদের চলে যেতে হচ্ছে, ভাবছি সামু থেকেও যেন আবার কবে বিদায় জানানো হয়, কে জানে! বয়স বাড়ছে, দৃষ্টিশক্তি কমছে, কীবোর্ড চাপার ইচ্ছে বা শক্তি দু'টোই কমছে তবে মন বলছে আর ক'টাদিন থেকে যাই। দেখি কতদিন টেকা যায়!
পুরোনো বা নতুন সবাইকেই শুভচ্ছো আর শুভ কামনা। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০২২ রাত ১:০০