-lookahead 1
-loggbgpen -368432 // = LOG(1e-16)
-loggbgframepen -34464 // = 8 * LOG(.65)
-nskip 2
এই লেখাটা যদি তুমি পড়তে পার, তাহলে বুঝবে এতদিনে আমরা তোমার সাথে যোগাযোগ করতে পেরেছি। লক্ষ্মীটি, বড় একটা শ্বাস নিয়ে কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। একটা ভয়ানক এক্সিডেন্ট হয়েছিল, দীর্ঘ তিন মাস ধরে তুমি কোমায় আছো। এই সময়টাতে একটা কিছু পাল্টে গেছিল তোমার ভেতরে, মস্তিষ্কে নিউরনের তথ্য আদান প্রদানে অসামঞ্জস্য দেখতে পাচ্ছিলাম আমরা। পুরো শরীর অচল, কিন্তু মাথার ভেতরে চিন্তা ভাবনা সবকিছু সচল ছিল তোমার।
-logsilpen -8432 // = 8 * LOG(.9)
-logslmip -115140 // = LOG(1e-5)
বরাবরই তুমি সৃজনশীল ছিলে। তাই ডাক্তার পরীক্ষানিরীক্ষা করে যখন বললেন, মাথার ভেতরে নিজেই একটা জগত তৈরি করে নিয়েছ, সেখানে পরিচিত সব মানুষের বিম্ব তৈরি করে অসংখ্য অবাস্তব, কাল্পনিক সম্পর্কের মাধ্যমে আসল জগতে বেঁচে থাকার সাধ মিটিয়ে নিচ্ছ- তখন আমরা খুব অবাক হইনি। ভেবেছিলাম তোমাকে ফিরিয়ে আনতে পারব। বিশ্বাস করেছিলাম তুমি আবার হাঁটবে-চলবে-হাসবে-বাঁচবে আমাদের সাথে, আমাদের মাঝে।
-logcfgip -238162 // = LOG(1e-6) - 100000
-bglw 1150e-2
-adviterbi TRUE
কিন্তু আমাদের সকল চেষ্টা বিফলে যেতে শুরু করল। চিকিৎসা পেয়েও তুমি জেগে উঠলে না, যেন ডুবে গেছ ওই কাল্পনিক জগতের খেলায়। হাত ফসকে তুমি তলিয়ে যেতে লাগলে অতলে। আমরা ডাক্তার বদল করলাম, আরও আধুনিক চিকিৎসা করা হল, তোমার বন্ধুরা মানুষের কাছে হাত পেতে পেতে চিকিৎসার টাকা জোগাড় করল, কিন্তু তোমার ঘুম ভাঙল না। সবাই বলল মৃত্যু অবধি এ মিথ্যে মায়াজাল তোমাকে বন্দী করে রাখবে। তুমি আর কখনো সত্যিকারের বৃষ্টি দেখবে না, শুনবে না তোমার ছোট্ট রাজকন্যার ডাক, সত্যিকার ভালোবাসা কি জানবে না। তুমি নিজের মাঝে হারিয়ে গেছ। লক্ষ্মীটি, কাঁদতে কাঁদতে আমরা এখন নিশ্চুপ হয়ে গেছি, প্রার্থনা করতে করতে অবিশ্বাসী হয়ে গেছি। কিন্তু আমরা হাল ছাড়ি নি। শেষ প্রচেষ্টা হিসেবে এই লেখাটা তোমার অবচেতন মনে পাঠানো হচ্ছে। আমরা জানি না এটা তোমার হাতে কিভাবে পৌঁছাবে, কিংবা আদৌ পৌঁছাবে কিনা। হয়তো পকেটে হাত দিয়ে ছেঁড়া চিরকুটে, বইয়ের মাঝে কোন এক পৃষ্ঠায়, বিছানায় শুয়ে বালিশের নিচে হাতড়ে, কিংবা তারচেয়েও অদ্ভুত, অসম্ভব কোন উপায়ে খুঁজে পেয়ে লেখাটা পড়ছ। আমরা কেবল আশা করতে পারি।
-CFGConfidenceRejectionThreshold 60
মনে রেখ, তোমার অবচেতনে আরেকটি যে সত্ত্বা আছে, যে ঢেকে রাখছে সকল সত্যকে, বাস্তবকে- তার নজরে পড়তেই সে পাল্টে দেবে এর চেহারা, রূপবদল করবে। অবাস্তব বলে উড়িয়ে দিতে চাইবে। তুমি ওকথা আমলে নিও না। মাথার ভেতরের কণ্ঠস্বরকে বিশ্বাস কর, নিজের অস্তিত্বে বিশ্বাস কর। নিজের চারপাশে তাকিয়ে দেখ ভাল করে। প্রত্যেকটি মুখ, প্রত্যেকটি অঙ্গভঙ্গি, প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র খুঁটিনাটি- সব কিছুকে পরীক্ষা করে চিন্তা করে দেখ। যুক্তি দিয়ে নিরিখ কর। দেখবে- আস্তে আস্তে অসামঞ্জস্যতাগুলো ধরা পড়বে একে একে। এতদিন তুমি সত্য জানতে না, তাই এসব এড়িয়ে গেছ, চোখের সামনে থাকলেও খটকা লাগে নি। কিন্তু এখন তুমি জানো। তুমি জানো যে এই পৃথিবী, এই জগতটা বাস্তব হতে পারে না। প্রকৃত জীবনের একটা নিম্নতর প্রতিলিপি, একটা বাজে বদ্ধ নকলের মাঝে তোমাকে কয়েদি করে রাখা হয়েছে। আমরা জানি না কি করলে তোমাকে আবার ফিরিয়ে আনা যাবে। এর উত্তর একমাত্র তুমি জানো। এই ভয়ানক বিপদজনক খেলার সমাপ্তি একমাত্র তুমিই টানতে পারো।
-dodisplbpt FALSE
-nskip 2
-admllrVar TRUE
জেগে ওঠো এই মায়াবি ভ্রম থেকে, লক্ষ্মীটি। সজাগ হও। নিজের ওপর বিশ্বাস রাখ।
-AdaptSil TRUE
-adaptCI FALSE
ফিরে এসো আমাদের কাছে।
-lmUserNgram TRUE
ফিরে এসো।
-lmMaxBytesTri 5000000
-lmMaxBytesWord 1000000
-lmHashBuckTri 50000
-lmNumWordsToLM 200
-UserSelfTerminated TRUE