বেশকিছুদিন থেকে ইউটিউব দেখার জন্য একের পর এক VPN Software পিসিতে ইন্সটল করছিলাম । কোনটাতেই নিজে খুশী হতে পারছিলাম না । তবে এই VPN Software-টা আমার অনেক ভাল লেগেছে । কেন লেগেছে তা আপনাকে বলছি, এটা ডাউনলোড করে ইন্সটল দিয়ে আপনাকে সাইনআপ করতে হবে । এবার আমার কথার সাথে মিলিয়ে নেন ।
VPN Software-এর Features –
০১. আপনার ইন্টারনেটের গতি স্বাভাবিক থাকবে ।
০২. সবগুলো সার্ভার ফ্রী এ্যাকাউন্ট থেকেও এ্যাকসেস করতে পারবেন ।
০৩. সার্ভার লিস্ট – USA এর ২টা : San Joes and Chicago, U.K : London, Switzerland : Zurich, Canada – Montreal.
০৪. ইউনিক Assigned IP, যেখানে বাংলাদেশের আইপি কাজ করে না সে সাইটগুলোতে নিমিষেই এ্যাকাউন্ট খুলতে পারবেন ।
০৫. আর কি কি সুবিধা বা অসুবিধা আছে আপনি নিজে কিছু সময় ব্যবহার করলেই জানতে পারবেন ।
DOWNLOAD LINK