আগামিকাল সকাল থেকে শুরু হচ্ছে নতুন করে আবার বাংলাদেশ এর টেস্ট মিশন, নতুন করে বলছি কারণ কতদিন পর টেস্ট খেলছে বাংলাদেশ আপনার মনে আছে? কেমন করবে এই আশঙ্কায় আছি । এই সিরিজের অফিসিয়াল ব্রডকাস্টার Channel 9; অনলাইনে দেখতে পাবেন – http://cricket.rmw-portal.com ; http://bpl.allursolve.com আমি ঠিক জানিনা আন্তর্জাতিক ক্রিকটে সম্প্রচারের সব সুযোগ-সুবিধা দিয়ে আগামিকাল থেকে শুরু হওয়া টেস্ট সিরিজ চ্যানেল নাইন সম্প্রচার করতে পারবে কি-না, তবে বি.পি.এল এর ব্রডকাস্টিং নিঃসন্দেহে অনেক ভাল ছিল ।কাল সকালে খেলা দেখার পরই সব কিছু বুঝতে পারা যাবে । আপাতত বাংলাদেশ শক্ত একটা ফাইট দিবে এই আশাতেই থাকতে চাচ্ছি ।
১ম টেস্টের বিস্তারিত সিডিউল –
ম্যাচ ডেট – ১৩/১১/২০১২
ম্যাচ শুরু হবে – সকাল ৯টায়
ভেন্যু – মীরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ।
বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ –
০১. তামিম ইকবাল
০২. শাহরিয়ার নাফিস
০৩. জুনায়েদ ইকবাল
০৪. সাকিব আল হাসান
০৫. মুশফিকুর রহিম (ক্যাপ্টেন)
০৬. মাহমুদুল্লাহ
০৭. নাসির হুসেইন
০৮. ইলিয়াস সানি
০৯. রুবেল হুসেইন
১০. মাশারাফি বিন মুর্তজা
১১. শাহাদত হুসেইন