এটা sourceforge এর মুক্ত প্রোগ্রামের আওতায় বানানো একটা সফটওয়্যার, এই সফটওয়্যার ব্যবহার করে আপনি Bluetooth Device আছে এমন যে কোন পিসিকে জাভা মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন ।
--- পুরো সিস্টেমটা যে ভাবে কাজ করবে :
০১. আপনার পিসিতে অব্যশই ব্লুটুথ ডিভাইস থাকতে হবে (না থাকলে ৭০-১৫০ টাকার মধ্যে একটা ডিভাইস কিনে নিতে পারেন, অনেক কাজে লাগে)
০২. Bluetooth Device আছে এমন যে কোন জাভা মোবাইল হলেই চলবে ।
০৩. এবার নীচের সফটওয়্যারের পুরো প্যাকেজটা ডাউনলোড করে নিন ।
Download JM2PC Full Packagae.rar
০৪. এবার পিসির অংশ পিসিতে আর মোবাইলের অংশ মোবাইলে ইন্সটল করে নিন ।
০৫. এবার পিসিতে সফটওয়্যার চালু করে মোবাইলের সাথে কানেক্ট দিয়েন ইচ্ছামতো আপনার কম্পিউটারকে Control করুন । কতদূর থেকে কন্ট্রোল করতে পারবেন এটা আপনার Bluetooth Device এর পাওয়ার এর উপর নির্ভর করবে ।
০৬. মাউস বা কিবোর্ড দুইটাই মোবাইল থেকে ব্যবহার করতে পারেন ।
০৭. ইন্সটল করতে গিয়ে সমস্যায় পড়লে কমেন্টের মাধ্যমে জানান । আশা করি সবাই সমস্যামুক্তভাবে ইন্সটল করতে পারবেন ।