০১. এই জার ভার্সনের সফটওয়্যার দিয়ে আপনি সব ধরনের পিডিএফ ফাইল মোবাইলে পড়তে পারবেন
০২. বাংলা পিডিএফ ও পড়তে পারবেন তবে এ ক্ষেত্রে অব্যশই মোবাইলটা বাংলা সাপোর্টেড হতে হবে**
নিজের মোবাইলে একাডেমিক বই পড়ার জন্য আমি কত রকমের পিডিএফ রিডার যে ট্রাই করেছি তার ইয়াত্তা নাই । তবে এই সফটওয়্যার বাদে কাজ করার মতো কোন পিডিএফ ভিউয়ার আমি পাই নি । আমার টাচ সেটে এই পিডিএফ রিডারের মাধ্যমে টাচ দ্বারা কন্ট্রোল করে আমি পিডিএফ পড়তে পারি এবং এটি একটি ফুল টাচ সফটওয়্যার । একই সাথে আমি নোকিয়া ২৭০০ ক্ল্যাসিকে এটা টেস্ট করেছি, খুব সুন্দরভাবে কাজ করে ।
যে ভাবে আপনি সফটওয়্যারটির মাধ্যমে পিডিএফ ফাইল পড়বেন –
০১. প্রথমে নীচের লিংক থেকে পিডিএফ রিডার ডাউনলোড করে নিন :
Download Touch/Non-Touch Java (J2ME) Mobile pdf Viewer.jar
০২. সফটওয়্যারটি মোবাইলে ট্র্যান্সফার করে ইন্সটল করে নিন ।
০৩. যে পিডিএফ ফাইলগুলো আপনি মোবাইলে পড়তে চান তা Foxit/Adobe Reader দিয়ে Open করুন
০৪. এবার Save As থেকে .txt (Text File) হিসেবে Save করুন । ফাইলটা এবার আপনার মোবাইলে পার করে নিন ।
০৫. ইন্সটল করা পিডিএফ ভিউয়ার দিয়ে Text এ Convert করা পিডিএফ ফাইলটা ওপেন করুন ।
০৬. এখন আপনি সবকিছু মোবাইলে পড়তে পারবেন ।
*** বাংলা সাপোর্টেড বলতে শুধু অপেরাতে বাংলা সাপোর্ট বুঝানো হচ্ছে না ।