প্রাইভেসিটা সবসময় সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ । আপনি কখনোই আপনার মোবাইল একা ব্যবহার করতে পারবেন না, এটা অনেকের হাতে যাবে । কিন্তু আপনার কিছু Data সবসময় ফোনে থাকবে যেটাতে অন্যদের access আপনার সমস্যার কারণ হতে পারে । আমি গতকাল জাভা ফোন supported একটা Security Software পেয়েছি যেটা দিয়ে খুব সহজেই আপনি আপনার কাঙ্খিত ফাইল বা ফোল্ডার লক করতে পারবেন । সফটওয়্যারটা যে ভাবে কাজ করবে আমি পয়েন্ট বাই পয়েন্ট দেখাচ্ছি –
০১. প্রথমে আপনি নীচের লিংক থেকে সফটওয়্যারটা ডাউনলোড করে মোবাইলে ট্রান্সফার করবেন
DOWNLOAD JAVA FILE/FOLDER LOCK SOFTWARE
০২. এবার Software টি ইন্সটল করুন (কোন কোন মোবাইলে ইন্সটল করার পর তা গেমসে চলে যাবে)
০৩. প্রথমে সফটওয়্যারটি অপেন করার সময় আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে
০৪. এবার Data Access দিয়ে আপনি যে কোন ফাইল বা ফোল্ডার লক বা আনলক করতে পারবেন ।
০৫. যখন কোন ফাইল লক করবেন এরপরে ওই ফাইল চালু করলে “Unsupported File” দেখাবে ।
০৬. এবার Software এ এসে ফাইলটা আনলক করুন, আনলক করার পরে ফাইলটা স্বাভাবিকভাবে অপেন হবে ।
০৭. সুতারাং আপনাকে কোন কিছু হাইড করতে হচ্ছে না, আবার কেউ সন্দেহ করবে না এটা পাসওয়ার্ড দেয়া ফাইল কি না ।
So Happy Privacy Security for All Java Phone Owners!! Hey, Don’t Forget to Give Me Thanks If It’s Worked for You. All the Best