যদি -ঘর ভাঙ্গার আগে, মন ভেঙ্গে যায়,
তবে চলো- দু’জন দু’দিকে যাই;
মন থেকে ঘড়ি ধরে,
সংসারে পড়ে থাক মুঠো-মুঠো ছাই।
দারুচিনি, দেবদারু, উনুনের ভাজা মাছ
কর্মের দিন শেষে, ময়ূয়ের জল নাচ,
সব কিছু পড়ে থাক
ঝুলে থাক সামিয়ানা, মশারীর তিন পাশ।
কাঁথাজুড়ে আল্পনা, সুঁইয়ের সুতা ঘর
দেয়ালে টাঙ্গানো আছে বউ আর আদি বর।
স্মৃতিভরা আলমিরা,
এক জোড়া তালা চাবি, দুই জোড়া কবুতর
রাতদিন দেশে দেশে,
ঘুরে ফিরে পথ শেষে
যদি মনে হয় কারো
একসাথে থাকা ভালো।
শেষে এসে অবশেষে,সাদা মেঘে ভেষে ভেষে,
সন্ধ্যায় নীড়ে ফিরে, দুই চোখে রেখে চোখ,
আরো কিছু কাছে এসে;
বাতায়ন খোলা রেখে, আলোজ্বেলে দিয়ে তীরে।