আমোরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের পড়াশোনার মান বিশ্বের মধ্যে অন্যতম যা কম বেশী সবাই জানেন। ইদানিং আমেরিকায় স্টুডেন্ট ভিসা কিছুটা সহজ করেছে যার ফলে অনেকেই স্বপ্ন দেখছেন যুক্তরাষ্ট্রের একটা ডিগ্রী অর্জন করার। প্রায় প্রত্যেকের অনেক প্রশ্ন থাকে কিন্তু প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করবার কেউ থাকে না। এখানে ২০টি প্রশ্ন দিলাম। আমেরিকা প্রবাসী ছাত্র ভাই বোনরা যদি সময়ে করে ধরে ধরে উত্তর দিতেন আমাদের মতো অনেকের বড্ড উপকার হোত। অনুগ্রহ করে সবাই তথ্য দিয়ে সহায়তা করুনঃ
১- কোন কোন ভিসা কনসালটেন্সি ফার্ম বলছে ২ বছরের মাষ্টার্স এর জন্য এপ্লাই করলে নাকি ৫ বছরের মাল্টিপল ভিসা দেয়! বিষয়টা কি আদৌ সত্যি? বিষয়টা কি ওদের ইচ্ছার উপর নাকি সিষ্টেম ই ৫ বছরের ভিসা দেওয়া।
২-স্টুডেন্ট ভিসায় নাকি প্রথম ১ বছর ওয়ার্ক পারমিট নাই?সেক্ষেত্রে Survive করার উপায় কি?
৩-স্টুডেন্ট ভিসা এক্সটেন্ড করার সুবিধা কি আছে? কোর্স শেষে থাকার ব্যাপারে সিষ্টেম কি?
৪-বিজনেসের গ্র্যাজুয়েটদের জন্য GMAT ম্যান্ডেটরি কিনা?
৫-এখন ২ বছরের Masters পর যদি ১ বছর লাগে H1B VISA এ যেতে তাহলে ৫ বছরের ২ বছর হাতে থাকবে কিন্তু গ্রীন কার্ডের জন্য ৩ বছর লাগবে। এই ১ বছরের গ্যাপ কিভাবে পূরন হবে? ভিসা কি এক্সটেন্ড করতে দিবে?
৬-আর OPT(Optional Practical Training) কি?এখানে ফ্রী নাকি পেইড ট্রেইনিং দেয়?
৭-কম্পিউটার এর উপর পিএইচপি,ওয়েব ডিজাইন নিয়ে পড়াশোনা+ডিগ্রী নিয়ে আসলে জব প্রসপেক্ট কেমন? যদিও আমার ব্যাকগ্রাউন্ড বিজনেস কিন্তু কাজ করি ফ্রীল্যান্সার হিসেবে।
৮-ব্যাংকে কেমন টাকা দেখাতে হবে? স্পন্সর কে হতে পারে? ভাল কোন কনসালটেন্সী ফার্ম ?
০৯- কানাডায় যেমন ফান্ড/স্কলারশিপের সুবিধা আছে ভাল IELTS/GMAT স্কোর থাকলে এখানে নর্মাল কলেজ/ভার্সিটিগুলোর প্রফেসরকে ইমেইলে কনভিন্স করতে পারলে কি সেই সুবিধা আছে? সেক্ষেত্রে সিষ্টেম কি?
১০-একই সাথে একই ইউনিভার্সিটিতে Husband Wife এপ্লাই করলে নাকি ভিসার Applicaton দুর্বল হয়ে যায় কারন ওরা ধরে নেয় ইমিগ্রেশন এর জন্যই পড়তে যাচ্ছে। বিষয়টা কি সত্য?
১১- একটা ফার্ম বলল আনঅফিসিয়ালি নিউইয়র্ক আর ওয়াশিংটনে নাকি ভিসা হয় না। আদতে কি তাই?
১২- এখানের কলেজগুলোর অবস্থা কি? কলেজে তো খরচ কম। কলেজে পড়লে অসুবিধাগুলো কি কি? কলেজগুলো কি ২ বছরের MBA ডিগ্রী দিতে পারে নাকি কোন ভার্সিটির আন্ডারে সার্টিফিকেট ইস্যু করে?
১৩- সবচেয়ে কম খরচের ভার্সিটিগুলো কেমন? অনেক ভার্সিটিতে নাকি GMAT লাগে না। সেই ভার্সিটিগুলোর অবস্থা কি?
১৪-ভার্সিটি আর কলেজের ডিগ্রীর ক্ষেত্রে জব মার্কেটে কেমন পার্থক্য?
১৫-যেসব ইউনিভার্সিটির ২ বছরের কোর্স ফি সব মিলিয়ে ১৮ লাখের মতো সেগুলোতে এপ্লাই করলে ভিসার আগে কত পে করতে হবে? স্পন্সরকে এসব ইউনিভার্সিটির ক্ষেত্রে কত দেখাতে হবে? ভিসা না হলে প্রথমে দেওয়া টাকা কি ওরা দ্রুত ফেরত দেয়?
১৬-সরকারী আর বেসরকারি ইউনিভার্সিটির মাঝে ডিগ্রী আর ভবিষতে কোর্স শেষে জবের ক্ষেত্রে পার্থক্য কেমন? সরকারী ইউনিভার্সিটির বাড়তি কোন সুবিধা আছে?
১৭-যেই স্টেটগুলোতে কম ছাত্র ভর্তি হয় সেগুলোতে এপ্লাই করলে জবের ক্ষেত্রে কি সুবিধা হতে পারে?
১৮-এখানে একাউন্টিং এর নাকি ভাল চাহিদা আছে? কোন কোন সাবজেক্টে পড়লে জব মার্কেটে সুবিধা হবে তা জানা যাবে কিভাবে?
১৯-ভিসা অফিসার সাধারনত কি ধরনের প্রশ্ন করেন। এদের কিভাবে ফেস করতে হবে?
২০-যারা ভিসা পাবেন দেশত্যাগের আগে তাদের প্রস্তুতির জন্য আরো কোন পরামর্শ?