"মানবতা"
কেস স্টাডি :
ধরেন আপনি খুব কষ্ট করে সারা মাস গায়ের রক্ত পানি করে মাস শেষে বেতন তুলে ঘরে ফিরছেন। এ টাকা দিয়ে অসুস্থ মায়ের ওষুধ কিনবেন, বাচ্চাদের স্কুলের বেতন দিবেন, ঘর ভাড়া দিবেন , সারা মাসের আহার যোগাবেন। ফেরার পথে কেউ একজন আপনার পকেট মেরে দিল!
মানবতা তখন কি বলবে?
নিশ্চয়ই ছিঃ ছিঃ ছিঃ করবে ! এই পকেট মারের ফাঁসি হওয়া চাই।
এবার পৃষ্ঠা উল্টান। ওই পকেট মারের "মা" টা 'আই সি ইউ' তে পড়ে আছে। ছেলেটা নিজের গায়ের রক্ত বেঁচেও টাকার যোগার হয়নি জীবনের ঝুঁকি নিয়ে সে অন্যের পকেট মেরেছে। এবার বলেন মানবতা কি বলে?
ধরেন পৃথিবীতে ধর্ম বলে কিছু নেই কিন্তু আইন আছে সংবিধান আছে। সংবিধানে ধর্ষন করাটা অন্যায়। কিন্তু আপনি এমন একটা পরিস্থিতিতে আছেন যেখানে আপনি ধর্ষন করলে কোন স্বাক্ষী প্রমান নাই। কেয়ামত নাই হাশর নাই কি করবেন আপনি? মানবতার নাম নিবেন? জানা আছে। পাঁপ না থাকলে হুজুররাও তসবীহ ফেলে মেয়ে গুনতো!
ঘোর অন্ধকারে আমরা যখন পাঁপ থেকে বিরত থাকি সেটা কার ভয়ে আইনের না আল্লাহর?
মন থেকে আল্লাহর ভয় টা উঠিয়ে দেখুন হাজার মানবতা দিয়েও কোন সমাধান পাবেন না। ঘরের বউ পর পুরুষের হাত ধরে বলবে সারাটা জীবন এক পুরুষের ঘর করাটা অমানবিক। প্রেমে ছ্যাকা খেয়ে রেপ করে রেপিস্ট বলবে এটাই মানবিক আমি আরো দশটা ছেলেকে ছ্যাকা খাওয়া থেকে বাঁচিয়েছি। কিংবা আমি মানবিক তাই রেপ করে মেরে ফেলিনি, বাসায় পৌছে দিয়েছি।
[ বি.দ্র. - দয়া করে সবাই এটা ভাববেন না যে পকেটমার সেই টাকা দিয়ে নেশা করবে , তাহলে হয়তো মূল বিষয় থেকে আমাদের ধারণা সরে যাবে। লেখার উদ্দেশ্য মানবতাকে ব্যাক্ষা বা বিশ্লেষণ , ছোট করা নয়, সেটা আবশ্যই আমাদের মধ্যে থাকতে হবে এবং কম বেশি সবার মাঝেই বিদ্যমান ,থাকাটা জরুরী । আপনি যখন প্রকৃতভাবে ভাবে ধর্মকে মানবেন তখন মানবতা আপনার মাঝে তৈরী হবে, অবশ্য এটা আমার কথা ।কপি পেস্ট করে কি পোস্ট করলাম কাউকে তা বুঝাতে পারলাম না হয়তো কিন্তু মনের মধ্যে প্রশ্নটা রয়েই গেলো ! , আসলেই কি ? প্রশ্ন রইলো সবার কাছে , দেখি সবাই কি বলে ! নতুন কিছু হয়তো শিখবো , এবং শেখাটা সবার জন্যেই জরুরী বৈকি !
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৪১