স্বাধীনতা!!
স্বাধীনতা তুমি বর্ডার জুড়ে ফেনসিডিলের আড়ৎ,
স্বাধীনতা তুমি টিভি খুললেই দেশটা আমার ভারত!
স্বাধীনতা তুমি বোনের গায়ে সানি লিওনের ড্রেস,
স্বাধীনতা তুমি কড়া মেকাপের হিন্দি সিরিয়ালের বেষ!
স্বাধীনতা যখন কাঁটাতারে ঝুলন্ত মোদের ফেলানী,
স্বাধীনতা তখন ক্যাটরিনা কাইফই আমার স্বপ্ন রানী!
স্বাধীনতা মোরে শেখাচ্ছে নিয়ত রামায়নের রাম ও রাঁধা,
স্বাধীনতা নিয়েই হাসবো আমি, আমি যে শিকলে বাঁধা!
স্বাধীনতা তুমি করিয়াছ বাধ্য দিতে টিপাইমুখে বাঁধ,
স্বাধীনতা তুমি পাঠাচ্ছ কলকাতা মাদ্রাজ সামান্য উঠাতে দাঁত!
স্বাধীনতা যখন নিজের সংস্কৃতিকে নিজেই করিয়াছে বর্জন,
স্বাধীনতা তখন ভাবতে থাকে কখন আমি হয়েছি অর্জন!
স্বাধীনতা তুমি গেছো ভুলে লাখো শহীদের উৎসর্গ করা তাজা প্রান,
স্বাধীনতা তুমি বিদেশে গিয়ে দেশী শিল্পীদের গাওয়া হিন্দি গান!
স্বাধীনতা মানে শাহরুখ-সালমান ও শচীনকে নিয়ে শুধুই নাচানাচি,
স্বাধীনতা তোমার চিকিৎসা অনিবার্য্য নয়তো বা ধ্বংস হবা একদিন ঠিকি।
কবিতাঃ FB থেকে (ভালো লাগবে যদি এর লেখক কে খুঁজে বের করা যায় )
ফটু : গুগল
কবিতা কখনো লেখার সামর্থ্য হয়নি আর আমার পক্ষে এই অসাদ্ধ সম্ভব নয় এবং আমরা বিষয় ও নয় .তবে কবিতা পড়তে ভালো লাগে।
জানিনা আপনাদের কেমন লাগবে। বিশেষ দল বা গোষ্ঠীর মানুষ হিসাবে না কবিতাটি পড়ুন কারণ এটি একটি কবিতা তাইযদিও ভারত বিরোধী। ধন্যবাদ
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩০