মিরাজকে বাড়ি করে দেয়া নিয়ে এক প্রবাসির মন্তব্য:
যখন কোন একজন খেলোয়াড়কে রাষ্ট্রীয় খরচে ঘর-বাড়ি তৈরী করে দেয়া হয়; তখন বুঝতে হবে ঐ সমাজ রাইট ট্র্যাকে নেই। একজন খেলোয়াড় একদিন ভাল খেললেই তাকে রাষ্ট্রীয় খরচে ঘরবাড়ি তৈরী করে দিতে হবে কেন ? ক্রিকেট খেলা কোন পূনর্বাসন কেন্দ্র নয়। যেই কাজ বড়জোর একটা প্রাইভেট কোম্পানি করে দিতে পারে, ভোটের আশায় একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজ খরচে করে দিলেও তা মেনে নেয়া যায়। সেই কাজেও প্রধানমন্ত্রী - ব্যাপারটা কেমন না? নিজ অর্থায়নে হলে ভিন্ন কথা । শ্রমিকের ঘাম ঝরানো রেমিটেন্স বা জনগণের টেক্স দিয়ে কেন একজন খেলোয়াড়ের ঘরবাড়ি তৈরী হবে? খেলোয়াড়ের কাজ খেলা, এটাই তার জব। এজন্য সে বেতন পায়। যে শ্রমিক খেয়ে না খেয়ে দেশে রেমিটেন্স পাঠায়, তার জন্য কয়টা ঘর-বাড়ি করে দিয়েছে বাংলাদেশ সরকার, উল্টো একবার প্রবাসীদের আবাসনের জন্য টাকা জমা নিয়ে তা পরে ফেতর দেওয়া হয়েছে? অর্থের অভাবে যে ছেলেটি বিশ্ব বিদ্যালয়ে ভর্তি হতে পারেনা, লেখাপড়া বন্ধ হয়ে যায়, তখন কেন রাষ্ট্রীয় ভান্ডার খোলে না ? মেডিকেল কলেজে চান্স পেয়েও যে মেয়েটির দিনমজুর বাবা টাকার অভাবে ভর্তি করে দিতে সাহস পায়না তার জন্য রাষ্ট্রের অনুরূপ দায়দাযিত্ব কই?
(বি:দ্রঃ আমরা জাতি হিসেবে আবেগপ্রবণ, তবে উচ্চপদস্থদের আবেগ নিয়ন্ত্রণ অতীব জরুরি. দয়াকরে এর ভিতরে কেউ রাজনীতির গন্ধ খুজবেন না বা রাজনৈতিক দলকে টেনে আনবেন না)
From FB :