ভাটির মেঘের শরনার্থী ক্যাম্প
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমার কাংখেরো কলসী গিয়াছে ভাসি
মাঝি রে তোর ট্রলারের বদ নজরে
আমার কাংখেরো কলসী গিয়াছে ভাঙ্গি
মাঝি রে তোর ঘাটের বাঁধের পাথরে
নদী মাতৃক দেশের এতিম ছেলে
এক গ্লাস পানি খেতে গিয়ে
ঘামের সাথে বের করি
সাত সাগর তেরো নদী পানি ।
মাঝে মাঝে সেই ঘামের শুকনো ফোটায়
সাতার না জেনে ডুবেও মরি ।
নদী মাতৃ সদনের পাশের শুকনো পুকুরে
ভেসে ওঠে ডুবে মরা সোনার ছেলের
ফুলে ওঠা ফ্যাকাসে বদ্বীপের মত ফ্যাকাশে মুখ ।
তোমার পেপসির বোতলে পেট্রোলের তীব্র গন্ধ
তবে সেই তরল ; আজ গরল হয়ে মেটায়
অনাথ ছেলের বেওয়ারীশ লাশ বহনের গাড়ীর পিপাসা
তবু
সেই গাড়ির ভেতরের লাশের শেষ আশা
তোমার চোখের পাতায় জড়ো হওয়া কান্নার মেঘে
মেটাবে তার সাত জীবন সাগর আর তের নদী
পেরিয়ে যেতে চাওয়া চাতক মনের তৃষ্ণা
আমার কাংখেরো কলসী গিয়াছে ভাঙ্গি
মাঝি রে তোর ট্রলারের বদ নজরে
আজ এই বসন্তের বিদেশী রাতের
তুমি ঘুম থেকে জেগে চোখ মেললে যেমন হয়
বাতাসে তেমন ফুলে ওঠে আকাশের চোখের তাবু
নদী মাতৃক দেশের শুকনো বালিতে কাঁপে
রিলিফ ক্যাম্পে দাঁড়িয়ে থাকা শরনার্থী মেঘের ছায়া
আমার কাংখেরো কলসী গিয়াছে ভাঙ্গি
মাঝি রে তোর ট্রলারের বদ হাওয়ায়
সারি সারি প্রজাপ্রতি হতে চেয়ে
মাংসের মথে কিলবিল করা
খরায় পোকার মত রোগা কঙ্কালসার শরনার্থী মেঘের ছায়া......
নিজেদের জীবনের মধু খুজতে গিয়ে
নিজের মনের ট্যাক্সে বিষ কিনে
বিষে মাতাল হয়ে ,
কখনো বিষকে আরো বিষাক্ত করে
নিজের দেহ বা অন্যের দেহে চোরাচালান করে
নিজের লাশ ফেলে আসে
কখনো যেখানে বৃষ্টি হয়নি
এমন এক নো ম্যান্স ল্যান্ডে
আমার কাংখেরো কলসী দিয়েছি বেঁচে
মাঝি রে তোর সাগর ঠেঙ্গানো নাগর
কল্মবাস ভাস্কো দা গামার মদের পিপে
অনিকেত প্রান্তরে টাঙ্গানো সময়ের হ্যাঙ্গারে নয়
সীমান্তের রক্ত রঙের কাটাতারে শুকোয়
পৃথিবীর শেষ নদীর ফোটগ্রাফের
রোদে শুকতে দেওয়া
ডেভোলেপের নেগেটিভ স্ন্যাপ সারি সারি
যেন এক জন্মান্ধ শিশুর চোরাচালানকারী
গর্ভবতী মা ,স্নায়ুযুদ্ধের ক্রুশে ঝুলে আছে
সন্তানকে গর্ভে রেখেই ,গর্ভের ারেক পাশে
ফেনসিডিলের চালান লুকিয়েই
আগামীকালের সন্তানের পাপে
যীশু নয় কাঁটাতারের ক্রুশে ঝুলে আছে
কোন এক ফেলানী বা মরিয়ম বিবির গুলি গেলা লাশ।
মায়ের লাশ খুড়ে দেখো
ভেতরে কোন কুয়ো নেই
সেখানে শুধু আজ এবং আগামীকালের মরুভুমি
তবে
পৃথিবীর সব মরুভূমিকে
এখন থেকে নো ম্যান্স ল্যান্ড
বলা হোক
আমার কাংখেরো কলসী গিয়াছে ভাঙ্গি
মাঝি রে তোর ট্রলারের হাভাতে স্বভাবে
আমার কাংখেরো কলসী ভেঙ্গে
গিয়াছি ভাসি
মাঝি রে তোর মনের ওপারে ধীরে ধীরে
সবুজ হয়ে ওঠা মরূ পরবাসে
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=তুমি হয়ে উঠো প্রেমী=
ভালোবাসায় কৃপণ হতে যেয়ো না তুমি
তোমার জন্য জীবন হোক স্বপ্নীল
তুমি হও আমার নীল সমুদ্দুরের এলবেট্রস
ভুলগুলো ভালোবেসে করে দাও ফুল
ভালোবাসো আমায় নিশিদিন, হরদম।
তোমার জন্য একটি উদাস দুপুর অপেক্ষায়
আমায় নিয়ে বসো কোথাও
বসন্ত... ...বাকিটুকু পড়ুন
গতকাল বিকেল থেকে ট্রাম্পের জনপ্রিয়তা কমার শুরু করেছে।
গতকাল ট্রাম্পের শপথের অনুষ্ঠানে ২ লাখ মানুষকে আমন্ত্রণ করে টিকিট দেয়া হয়েছিলো; প্রচন্ড শীতের কারণে বাহিরে শপথ নেয়া সম্ভব হয়নি। পার্লামেন্ট ভবনের ভেতরে শপথ হয়েছিলো, সেখানে প্রাক্তন প্রেসিডেন্টগণ, বিচারপতিরা,... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।।ঢাকায় বৈষম্যবিরোধীদের দুই গ্রুপের সংঘর্ষ, ঢামেকে ছয়
রাজধানীর ডেমরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মারামারির ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটির কেন্দ্রীয় অফিসে মানববন্ধনের সময় দুটি পক্ষের হাতাহাতি ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ছয়... ...বাকিটুকু পড়ুন
আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে ?
বাংলাদেশ আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নিয়ে সর্বমহলে চলছে আলোচনা। জুলাই অভ্যুত্থানের অন্যতম অংশীদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগ ও ছাত্রলীগকে... ...বাকিটুকু পড়ুন
সামু ব্লগ কি আবারও ধর্মবিদ্বেষ ছড়ানোর হাতিয়ারে পরিণত হইতেছে!
সামু ব্লগ কি আবারও ধর্মবিদ্বেষ ছড়ানোর হাতিয়ারে পরিণত হইতেছে!
ইহা, উহা, ইহার, উহার, ইহাকে, উহাকে - ইত্যাকার সাধু ভাষার শ্রুতিমধুর কিছু শব্দসম্ভারের প্রয়োগ কদাচিত আমাদের প্রিয়... ...বাকিটুকু পড়ুন