গাতক প্রবর রিপনের ঘাতক গিটার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ডিলানের রক্তের ঘন বৃষ্টিতে
ওয়াটারসের ওয়ার সিমেট্রির ক্রুশ চুরি করে
বানানো বেস গিটার থেমে গেলেও
বাতাসে ভাসে কোন হারমোনিকা ছাড়া মরা শিশুর মুখ থেকে
" আজরাঈল নেই , ইসরায়েল আছে
ডারউইন মেনে আজরাঈল নেই,ইসরায়েল আছে "
এদেশ যে সময় চলে গেলে সাধনের দেশ ,
পুরোন চালে ভাত বাড়িয়ে , ভরপেট খেয়ে ভরদুপুরে ঘুমায় ,
নতুন চালের ভয়ে টিনের চালার নিচে ,
কবর খুড়ে মরার মত ঘুমায় ,
যদিও শরীর বেয়ে ঊঠে আসে কখন অজান্তে প্রেম , প্রেমিকা
মরা ছেলের ভাসমান দেহ
আর একটা প্রকান্ড মুর্তির নিচে আমরা যারা সুরে বাধি জীবন ,
তাদের ভাঙ্গা দেহ পড়ে থাকে
যেভাবে দুর্গার পায়ের কাছে পড়ে থাকে অসুরেরা
এখন কি বলবো এই দুর্গা সুরহীন !!!!!!!!!!!!??
আমরা অসুরেরা আমাদের ইলেক্ট্রিক বীনাতে বাজাই
বেচে ওঠার নতুন সুর ,
যা তোমার আমার আমদের সবার শিশুর এক শিশুভোর
সুমনের জাতিস্মরের সব পারাপারের নৌকা
বেহুলার কান্নায় ডুবে গেলেও
মরিসনের সব লেজার্ড কিং
আজ ভেগাসের রাতে রক্ত খেয়ে
প্যারিসের রাস্তায় ভ্যাম্পায়ার হয়ে গেলে
বাতাসে ভাসে কোন হারমোনিকা ছাড়া মরা শিশুর মুখ থেকে
" আজরাঈল নেই , ইসরায়েল আছে
ডারউইন মেনে আজরাঈল নেই,ইসরায়েল আছে "
ওপাড়ায় ঐ সীমান্তের একটু কাছের নো ম্যান্স ল্যাণ্ডে
ন্যাঙ্গটা হয়ে কার লাশ শেয়ালের মত ডাকে
আমার ঘুমহীন রাতে সেই শেয়াল ডাকে
তার চেয়ে শেয়ান যে জোয়ান যার হাতে কামান
আমি যাকে শত্রু বলতে এক মুহুর্তেও দেরী করি না
সেই সব শেয়ালেরা জীবনানন্দের লাশ খুজতে
ডগ স্কোয়াড নিয়ে আজ শহরে নামলে
আমার গিটার চে;র রাইফেলের মত
জেগে উঠবে এই শক্ত গিটার কফিনের ভেতর
না ঘাতকের মত না পলাতকের মত না
বরং বিদ্রোহে হয়তো ডিলানের সানগ্লাসের
নিচের সজাগ চোখের মত
আমার তো মনে হয় জীবনে যে প্রথম গিটার বানিয়েছিলো
সে হয়তো বানিয়েছিলো গানের জন্য না
বরং আলেকজেন্ডারের তরবারীর সাথে যুদ্ধ করতে
সেই যুদ্ধের সব রক্তের দাগ মুছে
নতুন রাতের ভেতর নতুন রক্তের খোজে
"না রক্ত বললে তুমি যে ভয় পাও
সেই ভয় দূর করেই বলছি
এই সব অপ রক্তপাত বন্ধ করতে
তোমাকে জাগাতে হবে
নেচে চলা আগুনের শিরার মত মেরুদন্ড
বেহালার মত তোমার প্রেম
আর ঘাতকের মত গিটার
কেননা
বাতাসে ভাসে কোন হারমোনিকা ছাড়া মরা শিশুর মুখ থেকে
" আজরাঈল নেই , ইসরায়েল আছে
ডারউইন মেনে আজরাঈল নেই,ইসরায়েল আছে "
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=তুমি হয়ে উঠো প্রেমী=
ভালোবাসায় কৃপণ হতে যেয়ো না তুমি
তোমার জন্য জীবন হোক স্বপ্নীল
তুমি হও আমার নীল সমুদ্দুরের এলবেট্রস
ভুলগুলো ভালোবেসে করে দাও ফুল
ভালোবাসো আমায় নিশিদিন, হরদম।
তোমার জন্য একটি উদাস দুপুর অপেক্ষায়
আমায় নিয়ে বসো কোথাও
বসন্ত... ...বাকিটুকু পড়ুন
গতকাল বিকেল থেকে ট্রাম্পের জনপ্রিয়তা কমার শুরু করেছে।
গতকাল ট্রাম্পের শপথের অনুষ্ঠানে ২ লাখ মানুষকে আমন্ত্রণ করে টিকিট দেয়া হয়েছিলো; প্রচন্ড শীতের কারণে বাহিরে শপথ নেয়া সম্ভব হয়নি। পার্লামেন্ট ভবনের ভেতরে শপথ হয়েছিলো, সেখানে প্রাক্তন প্রেসিডেন্টগণ, বিচারপতিরা,... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।।ঢাকায় বৈষম্যবিরোধীদের দুই গ্রুপের সংঘর্ষ, ঢামেকে ছয়
রাজধানীর ডেমরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মারামারির ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটির কেন্দ্রীয় অফিসে মানববন্ধনের সময় দুটি পক্ষের হাতাহাতি ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ছয়... ...বাকিটুকু পড়ুন
আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে ?
বাংলাদেশ আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নিয়ে সর্বমহলে চলছে আলোচনা। জুলাই অভ্যুত্থানের অন্যতম অংশীদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগ ও ছাত্রলীগকে... ...বাকিটুকু পড়ুন
সামু ব্লগ কি আবারও ধর্মবিদ্বেষ ছড়ানোর হাতিয়ারে পরিণত হইতেছে!
সামু ব্লগ কি আবারও ধর্মবিদ্বেষ ছড়ানোর হাতিয়ারে পরিণত হইতেছে!
ইহা, উহা, ইহার, উহার, ইহাকে, উহাকে - ইত্যাকার সাধু ভাষার শ্রুতিমধুর কিছু শব্দসম্ভারের প্রয়োগ কদাচিত আমাদের প্রিয়... ...বাকিটুকু পড়ুন