আমার দুঃখগুলো
অভিমানেরা ক্লান্ত হয়ে আসে দু'চোখে
যেখানে সমুদ্র বেঁধেছে ঘর
যেখানে কেবল অশ্রুগুলো বন্ধু পরষ্পর।
আমার দুঃখগুলো রাখি শিউলির পাপড়িতে
আমার দুঃখগুলো নিয়ে তাকেই মানায়
আমি তো ডুবেছি জলে অকূল নদীতে
দুঃখের কলস ভরে কানায় কানায়
একদিন সে দুঃখের পূর্ণতা খুঁড়ে নিয়ে আসি বেদনার সুর
যার মাঝে কথা রেখে রেখে বানিয়েছি গান
জীবন থেকে জীবন হারায় যখন
বুঝি এই তো পৃথিবীর হলো অবসান।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪২