বিশাল রাস্তার বুক জুড়ে গড়ে উঠা ফ্লাইওভার,
সাঁই সাঁই শব্দে প্লাস্টিক গুলোর ঝড়ের গতিতে চলে যাওয়া,
হঠাত হঠাত মৃত্যুর হাতছানি,
একটু একটু কেঁপে উঠা বুক,
নিয়ন বাতির ঝাপসা আলো,
তার মাঝে উঁকি দেয়া কংক্রিটের দানবাকৃতির দালান,
নিচে সুতোর মতন সোজা রেললাইন,
আনঃনগর ট্রেনের বেপরোয়া হুইসেল,
শূন্য আকাশ,সব মিলিয়ে বিদায়ের উপযুক্ত মূহুর্ত......
কিন্তু,একাকীত্বে বিভোর আবারো, আবারো অপেক্ষা......
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৬ সকাল ৯:৪০