-এই তোমাকে না বলছি এমন ন্যাকামো কান্না করবা না....!!!
-ও..আমি ন্যাকামো কান্না করি...!!!!!ইইইইই
-উফ!!!!কান্না দেখানোর জন্য কি দেখা করতে বলছো....!!!!
-হ্যা...এখন আমার কান্না তোমার বিরক্ত লাগে...কয়দিন পর আমাকেও বিরক্ত লাগবে।নতুন কাউকে পাইছো মনে হয়।
-আজিপ লামিয়া...কিসের মধ্যে তুমি কি টান...?বাচ্চামি বাদ দাও...বুঝছো...
-ইইইইই.......
-তুমি কাদো... আমি গেলাম
বলেই উঠে পড়লাম।কান্না আমার জীবনের চরম শত্রু।সব ভাল লাগে কিন্তু এই কান্নাটাই ভালো লাগে না।এজন্য কান্নার উপর একটা এক্সপেরিমেন্ট শুরু করছি।যাই হোক..সেদিকে না যাই আমরা
একেকজনের কান্না একেকরকম।কেউ চিৎকার করে,কেউ আস্তে,কেউ মিনমিন করে,কেউ বা নিঃশব্দে।কারো কান্নার প্রতি ফিলিন্স আসে,আবার কারো কান্নার প্রতি বিরক্তি আসে।যেমনটা আসল লামিয়ার উপর।অবশ্য ওর কোন দোষ নেই,অতি আদরে এই অবস্থা....
-কি ব্যাপার..ইইইই...তুমি আবার আসছো কেন... ইইই। যাও...নতুন কাউকে পাইছো না..ইইই....ওর কাছেই যাও।
ফিরে এসে আবার ওর পাশে বসলাম।প্রেম করি যেহেতু আমারি রাগ ভাংগাতে হবে।কিচ্ছু করার নাই।
-আচ্ছা.. এই বাচ্চামি কান্নার মানে কি লামিয়া....?
-তুমি কাল রাতে ওয়েটিং এ ছিলা কেন...?
-কি আজিপ...আমার কি ফোন আসতে পারে না...নাকি!!!!!
-হ্যা ঠিক আছে...তাই বলে এক ঘন্টা....!!!!!!ইইইইইই
-আরে শোন।আমার এক ফ্রেন্ডস ফোন করছিল তাই অনেকক্ষন কথা বলছি।আমি সরি....
-এরকম আর হবে না তো....?
-মাথা খারাপ...!!!!!!!কখনোই না
যাক...কান্না থামছে।ঠোটের কোনে হাসি ফুটছে তাহলে।
-চল...আইস্ক্রিম খাব....
-কিহ!!!!এই গরমে...!!!!ঠান্ডা লাগবে তো।
-তুমি যাবা না....
হাহ!!!!কি হুমকি...
-আচ্ছা..আচ্ছা চল.....
ওর এই বাচ্চামির জন্যই আমি ওর প্রতি এত ইম্প্রেস ছিলাম।ওয়েল..এখন যে নাই..তা না।এখন একটু আবদার করে বেশি...এই আর কি।ওর সাথে প্রথম পরিচয় হয়েছিল ওর এই কান্নার মাধ্যমে।
ভাসিটি তে আমি খুব কম যেতাম।আর গেলেও ক্লাস করে বাসায় এসে পড়তাম।কেন যেন আড্ডা আমার খুব একটা ভাল লাগতো না।
তো ভাসিটিতে একদিন যেতেই দেখলাম একটা মেয়ে ক্যাম্পাসের ক্ণারে কাদতেছে।আমি অবাক।এত বড় এইভাবে কাদার মানে কি...কয়েকটা ছেলে তার মনোযোগ আকষন করার চেষ্টা করতেছে।আমি এতকিছু না ভেবে মেয়েটার সামনে গেলাম...
-এক্সকিউজ মি....
মেয়েটা মুখ তুলে তাকালো।কাদতে কাদতে চোখ ফুলিয়ে ফেলছে
-আপনার কি কোনো সমস্যা হইছে....
মাথা ওপর নিচ করল
-কি হইছে...?
-আমার মোবাইল টা হারিয়ে গেছে...
-ও...হারিয়ে গেছে..তার জন্য এইভাবে কাদতে হয় নাকি...!!!
-আমার খুব পচ্ছন্দের মোবাইল ছিল।
-আচ্ছা,কখন থেকে পাচ্ছেন না...?
-আধাঘন্টা ধরে...
-আচ্ছা...আপনার নাম্বার তা দিন।আমি কল করে দেখি।
মেয়েটা ভ্রু কুচকে তাকালো...
-ও হ্যালো..এইভাবে তাকান কেন...?আমার এত সময় নাই...নাম্বার পাইলেই কথা বলার।
-ঠিক তো..?
-হুম..
-০১৯........
আমি কল করলাম এন্ড নোকিয়ার রিংটোন শুনতে পেলাম।দেখলাম কাছেই একটা চিপার মধ্যে। হাহ!!!!আমি ভাবছিলাম..যেমনে মোবাইলের জন্য কাদছে...মনে হয় আইফোন হইবো।কিন্তু কিসের কি!!!!নোকিয়া ১২০০
-ইয়েস.....পেয়েছি...পেয়েছি।থ্যাংক্স।মেনি মেনি থ্যাংক্স
-নো প্রবলেম...(কোনো মতে)
এভাবেই পরিচয়ের সুত্রপাত।তারপর সেদিন রাতেই আমাকে ফোন দেয় এবং কথা বলি।তারপর প্রায় সময় কথা বলতাম এবং এইভাবেই ফ্রেন্ডস।তারপর সময় সুযোগ বুঝে প্রপোজ।
প্রপোজ যেদিন করেছিলাম সেদিনও কান্না।কান্নার কারন আমি নাকি দেরিতে ওকে প্রপোজ করছি।আমি তো ভাবছি যাহ!!!মেয়ের মনে হয় অলরেডী বিএফ হয়ে গেছে।কিন্তু কিসের কি!!!!আজাইরা কান্না।
সেই থেকে যে এই বাচ্চামি করা মেয়েটা আমার পিছে লাগছে,আমার সবকিছুতে অংশীদারি করবে।করতে না দিলেই ভ্যা......
বাসায় এসে পড়লাম আরেক মুসিবতে...মা কাদতেছে।কিরে ভাই.. সব কি কাদার কম্পটিশন শুরু করলো নাকি...!!!!!
-কি হইছে মা....?
-(নো রিপ্লাই)
-মা...?
-তুই আমার সাথে কথা বলবি না।
মার কান্না হইছে ইমোশনাল ব্লাকমেইল।এই কান্নায় গলা যাবে না।তাইলেই বিপদ
-কি হইছে বলবা তো....?
-আমি যদি তোর মা হতাম তাহলে এত বড় সত্যি কথা গোপন করতে পারতি না....
মাথা চুলকালাম।সত্যি কথা....!!!!কি কথা...!!!!বুঝলাম না সবাই এত প্যাচাইয়া কথা বলে কেন...!!!
-লামিয়া কে...?
-কোন লামিয়া..?(ভান করলাম)
-দেখ...মেজাজ গরম করবি না।আজকে ও আমাদের বাসায় আসছে।
-মানে কি!!!!!ও বাসায় আসছে মানে...!!!
-ও. তুই তাহলে চিনিস...তোদের আগেই সম্পক ছিল...?
-ইয়ে মানে....
-আমি তোর থেকে এটা আশা করি নাই।
-আরে তুমি....
-চুপ...কতদিন...?
-মানে...?
-কতদিনের সম্পক...?
-খেয়াল নাই...
-তোরে যে কি করতে মন চায়....শুধু মেয়েটা অনেক কিউট,এইজন্য তোরে কিছু বল্লাম না।
-তোমার পচ্ছন্দ হইছে...?
-থাক..আর শুনতে হবে না।ওর বাসায় যাইতাছি আমরা
যাক.. সেটিং দেওয়ার আগে নিজেরাই সেটিং হয়ে গেছে।তাইলে আর কোন সমস্যা নাই।নাকে তেল দিয়া ঘুমাই
কিন্তু কিসের কি!!!!রাতেই ফোন....
-কে ভাই...?
-এই কি হইছে তোমার...?কি বলতাছো...?
-ভাই..আমার ঘুমের খুব প্রয়োজন..একটু ঘুমাইতে দেন...
-তুমি ঘুমাবা...?তোমার জন্য আমি না ঘুমিয়ে থাকি..আর তুমি ঘুমাবা...!!!!উহু..(কান্নার সংকেত)
-ওই...তোমারে কেউ বকা দিসে...!!!কাদতাছো কেন...
-ভ্যা...ইইইই....তুমি আমার সাথে জোরে কথা বল্লা কেন...?
-উহ!!!!!সরি মেরে বাপ....আমারে মাফ কইরা দাও।
-হিহিহি!!!!তাহলে আই লাভ উ বল...
-আই লাভ উ... (বিরক্ত হয়ে)
-এইভাবে না.....ফিলিংস দিয়ে...
-ঘুমের সময় ফিলিংস আসবো নারে ময়নার মা।
-এই ময়নার মা মানে..../
-পরে বুঝবা...
-তুমি বলবা...
-আই.....লাভ......উ.......(সুর দিয়ে)
-হিহি....আই লাভ উ টু।
এইভাবেই এই কান্নাওয়ালি আমার গলায় ঝুলে পড়ে।তবে এখন কান্নার পরিমান কমছে কিন্তু পুরোপুরি যায়নি।কি করার!!!!!আফটার অল....থাক....আর কিছু বলার দরকার নাই