ঠিকমত উঠে নাই। থাবায় জোড় ছিল
না খুব বেশী। মাড়ি দুর্বল ছিল,
শক্তকরে কামড় বসাতে পারতাম না।
আক্রমণের প্রতি উত্তরে ঠেকাতাম শুধু।
প্রতি ম্যাচে আন্ডারডগ
হয়ে নামতাম। কিন্তু
আমরা তো বাঘের বাচ্চা। বুক
ভর্তি সাহস। অপমানের
প্রতিবাদে হুংকার দিতাম। তাতেই
কাজ হত, প্রতিপক্ষ ভয়ে গুটিয়ে যেত।
কিন্তু সুযোগ পেলে অপমান
করতে ছাড়ত না। আমাদের কষ্ট হত খুব

কিন্তু দিন বদলাইছে ...
আমরা বদলে গেছি। ধারাল নখ
আমাদের আঙ্গুলের ডগায়। থাবার
জোড় বেড়েছে অনেক, আরও বাড়বে।
মাড়ি শক্ত হয়েছে, সেখানে শাণিত
দাঁত রয়েছে প্রতিপক্ষের অপেক্ষায়।
বুক ভর্তি এখন সাহস আর সাহস। হুংকার
টা এখন অনেক দূর থেকেই
শুনতে পাওয়া যায়। আক্রমণের
জবাবে এখন আমরা পাল্টা আক্রমণ
করি। অপমানের উপযুক্ত জবাব
সাথে সাথেই দিয়ে দেই। আমাদের
সমীহ করে এখন সবাই। আমরা আর
আন্ডারডগ নই...
বাচ্চা বাঘ থেকে পরিপূর্ণ বাঘ
হয়ে উঠছি আমরা। আর বেশী দিন নেই।
বনের রাজত্ব আমরাই করব ইনশাল্লাহ...
লাল সবুজ কে তুলে ধরব সবার উপরে...
এগিয়ে যাও মুশফিক বাহিনী।
আমরা আমাদের
ভালবাসা নিয়ে তোমাদের
পিছনে হেটে চলেছি...