শহীদুল ইসলাম প্রামানিক
কষ্ট করি পাললুম ব্যাটা
বিয়া করেয়া হলো ন্যাটা
কথায় কথায় ঝাটার বাড়ি খাম।
বেটার বউয়ের তেরা কথা
শুনলে মনে লাগে ব্যাথা
বুড়া বয়েসত কোনঠে এখন যাম।
ওকি ও কালানি লো
মরার আগে মোর কপালত এ্যাগলাই কি ছিলো।
স্বামী যখন ছিল বাঁচি
ভাল-মন্দ কতো খা’ছি
পারার লোকে কতো কি কইছে।
স্বামী এখন গেছে মরি
সেই দুঃখেতে হায়! হায়! করি,
ব্যাটাগুলার বউ-বাচ্চা যে হইছে।
ওকি ও কালানি লো
মরার আগে মোর কপালত এ্যাগলাই কি ছিলো।
বউয়ের কথা ব্যাটায় শোনে
মোর কথা নাইরে গোনে
কথায় কথায় বুড়ি করি কয়
কোন দিন বা ধাক্কা দিয়া
বাড়ির সামনের রাস্তাত নিয়া
খ্যাদে দেয় মোক সেইটাই এখন ভয়।
ওকি ও কালানি লো
মরার আগে মোর কপালত এ্যাগলাই কি ছিলো।
ভিক্ষা কইরবার গেলে পরে
ভাই ভাতিজা গোস্বা করে
মান-সম্মান যে নষ্ট হয় তামার
ঘরোত যদি বসি থাকি
বেটার বউয়ে কয় না ডাকি
ক্ষিদার জ্বালায় প্যাট জ্বলে যে হামার।
ওকি ও কালানি লো
মরার আগে মোর কপালত এ্যাগলাই কি ছিলো।
(ছবি ইন্টারনেট)
আঞ্চলিক ভাষার শব্দার্থ= ন্যাটা> ঝামেলা বা বিপদ, খাম>খাই, যাম> যাই, তামার > তাদের, হামার> আমার, এ্যাগলাই> এইগুলো, খ্যাদে দেয়> তাড়িয়ে দেয়, ওকি ও কালানি লো> হাতাসা বা দুঃখ সূচক বাক্য।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৯